ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। — ফাইল চিত্র।
চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ পেতে পারেন ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায়। ওই হাসপাতালের এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজ়ম বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট কাজের জন্য মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ হবে। কোনও হাসপাতালে পূর্বে হাতেকলমে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবেই সেই প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
একই সঙ্গে আগ্রহীদের ডেটা ম্যানেজমেন্ট, কম্পিউটার এন্ট্রি সম্পর্কিত কাজে দক্ষতা থাকাও আবশ্যক। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে।
আইপিজিএমইআর, কলকাতার তরফে ডাকযোগে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। কোন কোন নথি পাঠাতে হবে, তা জানতে আইপিজিএমইআর, কলকাতার ওয়েবসাইট (www.ipgmer.gov.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।