ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। ছবি: সংগৃহীত।
বিজ্ঞানে পিএইচডি সম্পূর্ণ করেছেন? যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে (আইএসিএস) কাজের সুযোগ পেতে পারেন। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। শূন্যপদ একটি।
ওই গবেষণা কেন্দ্রের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টার ডিসিপ্লিনারিং সায়েন্সেস এবং টেকনিক্যাল রিসার্চ সেন্টারের প্রকল্পে কর্মী প্রয়োজন। পোস্টডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে।
এ ক্ষেত্রে প্রার্থীদের মেটাল কমপ্লেক্সেস, হাইব্রিড পেরোভ্স্কাইট্স, ন্যানো এবং ম্যাক্রোস্কেল নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক ভাবে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। এরপর ওই মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের আলাদা করে ১১ জুলাইয়ের মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে বিশদ জানতে আইএসিএসের ওয়েবসাইটে (iacs.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।