কলকাতা পুরসভায় ৬০০-র বেশি সাফাই কর্মী প্রয়োজন। ছবি: সংগৃহীত।
লিখতে এবং পড়তে জানার দক্ষতা থাকলে কলকাতা পুরসভায় চাকরি পেতে পারেন। রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে এমন ব্যক্তিদের ‘কনজ়ারভেন্সি মজদুর’ হিসাবে নিয়োগ করা হবে। তাঁরা কলকাতা পুরসভার অধীনে কাজের সুযোগ পাবেন। মোট শূন্যপদ ৬৭৫।
১৮ থেকে ৪০ বছর বয়সিরা ওই কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি, মহিলাদের আবেদনও গ্রহণ করা হবে। নিযুক্তদের এলাকার জঞ্জাল পরিষ্কার করা এবং যথাস্থানে তা পাঠিয়ে দেওয়ার কাজে বহাল রাখা হবে।
পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
অনলাইনে আবেদনপত্র ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। পরীক্ষার পাঠ্যক্রম, প্রশ্নপত্রের নমুনার মতো তথ্য কমিশনের ওয়েবসাইট (mscwb.org) থেকে দেখে নিতে পারেন।