ছবি: এআই।
রাজ্য তথা দেশের বিভিন্ন গ্রাম, শহরে ঐতিহ্যের প্রাচুর্য চোখে পড়ার মত। পুরনো স্থাপত্য, মহল, সংগ্রহশালার মতো জায়গাগুলিকে সংরক্ষণ এবং ব্যবস্থাপনার কাজকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই কাজের জন্য বিশেষজ্ঞদের চাহিদাও বাড়ছে। কারা হতে পারেন এমন বিশেষজ্ঞ? কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ-ই বা কেমন?
পড়াশোনার সুযোগ:
হেরিটেজ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে আগ্রহীরা স্নাতকে ইতিহাস, হেরিটেজ স্টাডিজ, ট্যুরিজ়ম অ্যান্ড কালচার, ফাইন আর্টস নিয়ে পড়তে পারেন। এ ছাড়াও ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডেজ়) এবং ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিআর্ক) নিয়ে যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরাও পরবর্তীতে হেরিটেজ ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন।
স্নাতকোত্তর স্তরে হেরিটেজ ম্যানেজমেন্ট ছাড়াও হেরিটেজ স্টাডিজ়, মিউজ়িয়োলজি, আর্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেও বিশেষজ্ঞের দক্ষতা অর্জনের সুযোগ মেলে। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করানো হয়।
কোথায় পড়ানো হয়?
ন্যাশনাল মিউজ়িয়াম ইনস্টিটিউট, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-সহ বিভিন্ন ফাইন আর্টস কলেজগুলিতে এই বিষয়টি পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও হেরিটেজ ম্যানেজমেন্ট কিংবা সমতুল্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
কী কী বিষয় শেখার সুযোগ রয়েছে?
বিভিন্ন স্মৃতিসৌধ, স্তম্ভ, স্থাপত্য, পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণের পদ্ধতি আলাদা। সেই সমস্ত বিষয় শেখার সুযোগ মেলে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে। এ ছাড়াও খননকার্যে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ থেকে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ করার কৌশল শেখানো হয় পড়ুয়াদের।
কোন কোন পদে চাকরি পাবেন?
বেতনকাঠামো:
স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা চাকরির শুরুতে ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা বেতন হিসাবে পেয়ে থাকেন। পরে অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধির সঙ্গে বেতনকাঠামো ৫০,০০০-৯০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। বিদেশের কোনও সংস্থার প্রকল্পে যোগদান করতে পারলে প্রতি মাসে এক থেকে দু’লক্ষ টাকাও উপার্জনের সুযোগ পেতে পারেন।