ভক্তের কাণ্ডে অবাক নেটাগরিকেরা। ছবি: সংগৃহীত।
বহু প্রতীক্ষার পরে মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’। ছবিতে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর মুখোমুখি। তাই এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। এক দিকে বলিউড তারকা হৃতিকের অনুরাগীরা। অন্য দিকে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর-এর ভক্তেরা। প্রথম দিনই ভিড় উপচে পড়েছে প্রেক্ষাগৃহে। ছবি মুক্তির প্রথম দিনেই অনুরাগীদের উন্মাদনাও প্রকাশ্যে আসে।
ছবি দেখে মুগ্ধ হয়ে এক দর্শক হাত পর্যন্ত কেটে ফেলেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহের বাইরে উন্মত্ত দর্শকের ভিড়। তাঁরা হইহই করছেন প্রেক্ষাগৃহের সামনে। এর মাঝেই এক অনুরাগী ব্লেড দিয়ে নিজের আঙুল কেটে ফেলেন। সেই রক্ত দিয়ে জুনিয়র এনটিআর-এর ছবিতে পরিয়ে দিলেন তিলক। তবে ভিডিয়োটি ঠিক কোন এলাকার, তা এখনও স্পষ্ট নয়।
ছবি মুক্তির আনন্দে অনেকে আবার আতশবাজি পোড়াতে থাকেন। অনেককে আবার নাচানাচি করতে দেখা যায়। তবে রক্ত দিয়ে তিলক পরিয়ে দেওয়া দেখে অবাক নেটাগরিক। অনেকেই এই বিষয়টিকে অন্ধভক্তি বলেও দাবি করেন। অনুরাগী হিসাবে এই পর্যায়ে পৌঁছে যাওয়ার বিষয়টিকে অর্থহীন বলে মনে করছেন অনেকে। আবার অনেকের দাবি, কম সময়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সব করছে অনেকে।
১৪ অগস্ট মুক্তি পেল ‘ওয়ার ২’। সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া। তবে হৃতিক ও জুনিয়র এনটিআর-এর মুখোমুখি দৃশ্যগুলিই ছবির মূল আকর্ষণ বলে জানা যাচ্ছে। ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী।