Jacqueline Fernandez

জ্যাকলিন যখন ‘চন্দ্রলেখা’!

মুক্তি পেল রাজ ও ডিকে পরিচালিত সিদ্ধার্থ ও জ‍্যাকলিনের আগামী ছবি ‘আ জেন্টলম্যান’-এর নতুন গান ‘চন্দ্রলেখা’।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ২০:১১
Share:

‘চন্দ্রলেখা’ গানের একটি দৃশ্য। ছবি: জ্যাকলিনের টুইটার পেজের সৌজন্যে।

পোল ডান্সার জ্যাকলিন ফার্নান্ডেজ! ইন্টারনেটে ভাইরাল সেই ছবি। হ্যাঁ, সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জুটি বেঁধে ‘আ জেন্টলম্যান’ ছবিতে প্রথম থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন নায়িকা। প্রথমে ‘ডিসকো ডিসকো’, এ বার ‘চন্দ্রলেখা’।

Advertisement

মুক্তি পেল রাজ ও ডিকে পরিচালিত সিদ্ধার্থ ও জ‍্যাকলিনের আগামী ছবি ‘আ জেন্টলম্যান’-এর নতুন গান ‘চন্দ্রলেখা’। জ্যাকলিন নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সে কথা। শেয়ার করেছেন গানের ভিডিও।

আরও পড়ুন, ‘ওহ শাহরুখ!’ নেশায় চুর মেয়ের আর্তনাদ

Advertisement

আর পোল ডান্সে এই চন্দ্রলেখাকে দেখলে আপনারা বাকি সমস্ত চন্দ্রলেখাকে ভুলে যেতে বাধ্য। গানটি গেয়েছেন জনিতা গাঁধী ও বিশাল দাদলানি।

! ! (_)

(_)

আরও পড়ুন, মুভি ট্রেলার: স্বপ্ন দেখতে শেখাতে‌ পারে ‘সিক্রেট সুপারস্টার’!

ছবিটি যদিও অ্যাকশন প্যাকড। এই ছবি হলিউডের ‘নাইট অ্যান্ড ডে ২’ ছবি থেকে অনু্প্রাণিত৷ ঘরানা অনুযায়ী এটি একটি স্পাই থ্রিলার৷ ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement