Entertainment News

আসছে নতুন ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’

সতীর একান্ন পীঠের একটি হল তারাপীঠ। মা তারা এবং সাধক বামাখ্যাপার কাহিনি সকলেই জানেন। সেই গল্পই এ বার দেখা যাবে টিভির পর্দায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৯:০৬
Share:

মা তারার লুকে নবনীতা।

পৌরাণিক বা ধর্মীয় কাহিনি নিয়ে টেলিভিশনে বহু কাজ হয়েছে। সেই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নতুন নাম। স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’।

Advertisement

সতীর একান্ন পীঠের একটি হল তারাপীঠ। মা তারা এবং সাধক বামাখ্যাপার কাহিনি সকলেই জানেন। সেই গল্পই এ বার দেখা যাবে টিভির পর্দায়।

এই ধারাবাহিকের মূল গানটি কম্পোজ করেছেন সঙ্গীত পরিচালক জিত্ গঙ্গোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। মা তারার ভূমিকায় অভিনয় করবেন নবনীতা দাস। বামাক্ষ্যাপার চরিত্রে দেখা যাবে সব্যসাচী চৌধুরিকে। এ ছাড়াও তান্ত্রিকের চরিত্রে রয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন, শাশুড়ি ভাল, নাকি বউমা? চোখ রাখুন ‘মুখার্জীদার বউ’-এ


যে কোনও চরিত্র অভিনেতাদের কাছে চ্যালেঞ্জিং। তবে দেব-দেবীর চরিত্রে আলাদা চ্যালেঞ্জ থাকে। এর আগে টেলিভিশনে নবনীতার অভিনয় পছন্দ করেছেন দর্শক। নয়া ভূমিকাতেও তিনি ভাল পারফর্ম করবেন বলেই মনে করেন তাঁর অনুরাগীরা।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement