Entertainment News

‘বৈশাখী জলসা ১৪২৬’-এ সামিল হোন বাঙালিয়ানায়

আর কিছু সময়ের অপেক্ষা। তার পর টিভির পর্দার সামনে বসে আপনিও সামিল হোন এই বাঙালিয়ানায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ২০:২২
Share:

মঞ্চে অনিন্দ্য, সিধু এবং উপল।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এ শুধু কথার কথা নয়। বাঙালি তা করেও দেখায়। সদ্য শুরু হয়েছে বাংলার নতুন বছর। আর তা সেলিব্রেট করতেই আগামীকাল সন্ধে ছ’টায় একঝাঁক তারকা হাজির হচ্ছেন টিভির পর্দায়। সৌজন্যে ‘বৈশাখী জলসা ১৪২৬’।

Advertisement

নাচে, গানে ভরপুর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় টেলি তারকারা। কখনও মধুমিতা এবং সানির যৌথ পারফরম্যান্স, কখনও বা ‘এ বার জমবে মজা’র খুদে প্রতিযোগীরা মঞ্চ মাতাবে। ব্রততী বন্দ্যোপাধ্যায় থাকছেন কবিতার ডালি নিয়ে।

গানের দলেও থাকছেন পরিচিত শিল্পীরা। কার্তিক দাস বাউল, পটা, গৌরব দাসেরা থাকবে মঞ্চে। পাশাপাশি সিধু, অনিন্দ্য এবং উপলের পারফরম্যান্সে থাকবে বাঙালির চেনা সুর। ইমন, শোভন, সৌম্য, চন্দ্রিকার পারফরম্যান্সে থাকবে পুরনোর মধ্যে নতুনত্বের ছোঁয়া।

Advertisement

আরও পড়ুন, অন্নপূর্ণা পুজো কার সঙ্গে সেলিব্রেট করলেন স্বস্তিকা?

আর কিছু সময়ের অপেক্ষা। তার পর টিভির পর্দার সামনে বসে আপনিও সামিল হোন এই বাঙালিয়ানায়।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement