মার্চ মাস দুর্গাপুজোর মরসুম নয়। তবুও দুর্গা মর্তে আসেন। পূজিত হন অন্নপূর্ণা রূপে। ব্যাস, সেলিব্রেশনের মুডে বাঙালি।
সেলিব্রেশনের মুডে স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বাবা সন্তু মুখোপাধ্যায়কে নিয়ে প্রতিমার সামনে দাঁড়িয়ে সেলফি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। স্বস্তিকা লিখেছেন, ‘মা দুর্গা যখন বছরের মাঝখানে আসে, তখন বাবার সঙ্গে একটা সেলফি তোলার সুযোগ পেয়ে যাই।’ স্বস্তিকার মেয়ে অন্বেষা পড়াশোনার জন্য মুম্বইতে থাকেন। এই সেলিব্রেশনে মায়ের সঙ্গে ছিলেন না তিনি।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সুদীপ্ত রায় পরিচালিত ‘কিয়া অ্যান্ড কসমস’। সেখানে ‘কিয়া’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। কিন্তু মুক্তির দিন কয়েকের মধ্যেই বিভিন্ন হল থেকে সরে যায় ছবিটি। সোশ্যাল মিডিয়ায় সিনেপ্রেমীদের বারবার ছবিটি দেখার আবেদন করেছিলেন গোটা টিম।
আরও পড়ুন, ‘কাস্টিং কাউচের অফার পাইনি, কিন্তু প্রচুর কাস্টিং মিস করেছি…’
When Maa Durga comes mid year I get a selfie with baba 💃🏽💃🏽 #BasantiPujo #Choitro pic.twitter.com/dJ2D2f6Z0Q
— Swastika Mukherjee (@swastika24) April 14, 2019
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)