তেহট্টের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাস্তার মোড় থেকে আটক ৩ বছরের শিশু-সহ তিন বাংলাদেশি। তাঁদের মধ্যে একজন গর্ভবতীও রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট এলাকায়। আপাতত তাঁদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমজান খান ও রুমানা খাতুন সম্পর্কে স্বামী-স্ত্রী। সঙ্গে রয়েছে তাঁদের ৩ বছরের সন্তান। রুমানা গর্ভবতী। মঙ্গলবার দুপুরের পর তাঁদের তেহট্টের ছিন্নমস্তা মন্দির এলাকায় দেখা যায়। তাঁরা তেহট্ট থানায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে খবর। স্থানীয়েরা রমজানের সঙ্গে কথা বলে জানতে পারেন, তাঁরা বাংলাদেশের বাগেরহাট এলাকার বাসিন্দা। এর পর স্থানীয়েরাই তেহট্ট থানায় খবর দেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন:
রমজান জানিয়েছেন, সম্প্রতি এক দালালের খপ্পরে পড়েন তাঁরা। তাঁর দাবি, ভারতে নিয়ে গিয়ে বেশি বেতনে গাড়িচালকের কাজ পাইয়ে দেওয়ার কথা জানান সেই দালাল। সংসার ভাল ভাবে সামলাতে তাতে রাজি হয়ে যান রমজান। ভারতে নিয়ে যাওয়ার জন্য ২০ হাজার টাকা নেন ওই দালাল।
রবিবার রাতে কোনও এক জায়গায় সীমান্ত পেরিয়ে ওই দালাল তাঁদের ভারতে ঢোকান। রমজান জানিয়েছেন, ওই দালাল তাঁদের সঙ্গেই এসেছিলেন। ভারতে এসে প্রথমে কোথায় নিয়ে গিয়েছিলেন, সেই জায়গার নাম রমজানরা জানেন না। অভিযোগ, সোমবার রাতে এলাকার কোনও এক নদীর ধারে তাঁদের বসিয়ে খাবার আনার নাম করে চলে যান ওই দালাল। আর ফেরেননি। তার পর থেকে ওই ব্যক্তির সঙ্গে কোনও রকম যোগাযোগও করা যাচ্ছে না বলে জানান রমজান। এর পর মঙ্গলবার আর অপেক্ষা না করে থানার সন্ধানে বেরিয়ে পড়েন রমজান ও তাঁর পরিবার।
রমজান আক্ষেপ করে বলেন, “দালালটা কে চিনি না। তবে বেকায়দায় পড়েছি। দেশে ফিরতে চাই। তাই সব স্বীকার করেই থানার খোঁজ করছিলাম।” তেহট্ট থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা এক শিশু-সহ তিন জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।