বিবেকের ঘটনায় সলমনকে কে ইন্ধন দিয়েছিলেন? ছবি: সংগৃহীত।
সলমন খান ও ঐশ্বর্যা রাইয়ের সম্পর্ক নিয়ে আজও বলিউডে আলোচনা হয়। বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্কের পরে বিষয়টি নিয়ে বহু বিতর্ক হয়েছিল। সে সব নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন প্রযোজক শৈলেন্দ্র সিংহ।
বলিউডে আসার বহু আগে থেকে তিনি সলমনকে চিনতেন। বরাবরই সলমন নাকি মনের কথা শুনে চলেন। শৈলেন্দ্রের কথায়, “সলমনের সমস্যাই হল, ও মনের কথা মেনে চলে। ও অসাধারণ মানুষ। কিন্তু ও যে ধরনের মানুষজন আশপাশে রাখে, তা খুবই অদ্ভুত।”
বিবেকের সঙ্গে সলমনের বিতর্ক প্রসঙ্গেও কথা বলেন শৈলেন্দ্র। বিবেক একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, সলমন তাঁকে হুমকি দিচ্ছেন। এই ঘটনায় রাগে ফেটে পড়েছিলেন সলমন। তবে এখন সলমনের মধ্যে পরিবর্তন এসেছে। প্রযোজকের কথায়, “এখন আবেগ নিয়ন্ত্রণ করতে জানে সলমন। আগে সবটা প্রকাশ করে ফেলত ও।”
রাগ প্রশমনের জন্য শৈলেন্দ্র একটি পরামর্শ দিয়েছিলেন। বিবেকের ঘটনায় রেগে যাওয়ায় সলমনকে বুঝিয়েছিলেন তিনি। শৈলেন্দ্র স্মৃতিচারণ করে বলেছেন, “বিবেকের সাংবাদিক বৈঠকের পরে সলমনকে বলেছিলাম, আমাদের ভেবে কাজ করা উচিত। সব সময়ে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। যা করার পরে করা যাবে। এখন শান্ত হয়ে বসো, জল খাও। ও (বিবেক) যা করছে, ওকে করতে দাও।”
আবেগের বশে সলমন যাতে কোনও প্রতিক্রিয়া দিয়ে না ফেলেন, তা বার বার বুঝিয়েছিলেন শৈলেন্দ্র। তারঁ কথায়, “আমি বার বার বলেছিলাম আবেগের বশে কিছু বলে দিয়ো না। অপেক্ষা করো, নীরবে এই লড়াই করো। আমার মনে হয়, ও সেটাই করেছে। বিবেক তার পরে আর বলিউডে কাজ করেনি। আমি অবশ্য নিশ্চিত নই। তবে দেখে তা-ই মনে হয়।”