সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক

ক্যানসারে আক্রান্ত সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক। গত ৪২ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫২
Share:

ক্যানসারে আক্রান্ত সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক। গত ৪২ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর আত্মীয় তথা সুরকার ললিত পণ্ডিত জানিয়েছেন, ‘‘চিকিত্সকরা সব রকম ভাবে চেষ্টা করছেন। তবে আদেশ আর এই যন্ত্রণা নিতে পারছেন না।’’ তিনি আরও জানিয়েছেন, আদেশের জন্য আমেরিকা থেকে ইঞ্জেকশনও নিয়ে আসা হয়েছে। তবে তা নেওয়ার মতো শারীরিক পরিস্থিতি তাঁর নেই। রক্তের প্লেটেলেট সংখ্যা এতই কমে গিয়েছে যে, অস্ত্রোপচারের ঝুঁকিও নেওয়া যাচ্ছে না।

Advertisement

২০১০ থেকে ক্যানসারে ভুগছেন তিনি। এত দিন তা নিয়ন্ত্রণে ছিল। এই নিয়ে তৃতীয় বার এই মারণ রোগ মাথাচাড়া দিল আদেশের শরীরে। তবে হাসপাতাল সূত্রে গোপনীয়তা রক্ষার স্বার্থে কোনও মন্তব্য করা হয়নি। ৪৮ বছরের এই সুরকার ‘চলতে চলতে’, ‘বাগবান’, ‘কভি খুশি কভি গম’, ‘রাজনীতি’-সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে সুর দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন