রিয়াদের অনুষ্ঠানে (বাঁ দিক থেকে) সলমন খান, শাহরুখ খান ও আমির খান। ছবি: সংগৃহীত।
সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে যোগ দিতে একসঙ্গে উপস্থিত বলিউডের তিন খান। এক ফ্রেমে শাহরুখ খান, আমির খান ও সলমন খান— সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁদের একসঙ্গে ছবি ও ভিডিয়ো। কিন্তু খবর, সেখানে গিয়ে নাকি আবার শাহরুখের আচরণে বিরক্ত আমির! কী এমন হল?
রিয়াদের অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো ছ়ড়িয়েছে সমাজমাধ্যমে। তারই একটিতে দেখা যাচ্ছে গান গাইতে উদ্যত আমির। আর তাঁর সঙ্গে নাচে সঙ্গত দেবেন বাকি দুই খান। শাহরুখকে বলতে শোনা যায়, “আমি আর সলমন পিছনে দাঁড়িয়ে নাচ করব।” এই শুনে আমিরের চিন্তা, “কী মশকরা করবে আবার এই দু’জন!” এরই মাঝে সলমনকে নাচের ‘স্টেপ্’ দেখিয়ে দিয়েছেন শাহরুখ। আমিরকে বলা হল, নিজের পছন্দের যে কোনও গান গাইতে, যেখানে শাহরুখ আর সলমন নাকি ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’!
আমির গাইতে শুরু করেন, ‘ওহ্ রে তাল মিলে নদী কে জল মেঁ’— ১৯৬৮ সালের ‘অনোখি রাত’ ছবির গান। চেয়ার ছেড়ে অভিনেতার পিছনে তত ক্ষণে নাচ করতে শুরু করেছেন সলমন ও শাহরুখ। এই পর্যন্তও ঠিক ছিল। কিন্তু আমির প্রথম দু’লাইন গাইতেই তাঁকে থামিয়ে শাহরুখ হঠাৎ বলে ওঠেন, “ওঁর (আমির) জন্য জোরে করতালি হোক। শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করার পরে সকলের সামনে এই ওঁর প্রথম অনুষ্ঠান।” আমির এই শুনে হাসতে হাসতে মাথা নাড়াতে থাকেন, থামিয়ে দেন গান। ভাবটা এমন, “কী যে করছে এঁরা!” এই ভিডিয়ো ছড়াতেই অনুরাগীদের দাবি, আমির আরও কিছু ক্ষণ গাইতে চেয়েছিলেন, গাইছিলেনও। কিন্তু, শাহরুখের কথায় থেমে যেতে বাধ্য হলেন। এই ভিডিয়ো দেখে প্রশ্ন উঠেছে, “গানের মাঝে শাহরুখের কথা শুনে আমির কি খানিক হতাশ হয়েছেন?” দর্শকের মধ্যেও কারও কারও দাবি, “গানের দ্বিতীয় পংক্তিতেই হঠাৎ শাহরুখকে কথা বলতে শুনে আমির হকচকিয়ে গিয়েছেন।” সত্যিই কি শাহরুখের ব্যবহারে ক্ষুণ্ণ আমির? তেমন কোনও আভাস যদিও তাঁদের কথাবার্তায় মেলেনি।
শাহরুখ-আমির-সলমন, বলিউডের তিন খান প্রায় তিন দশক ধরে একের পর এক বাণিজ্যসফল ছবি উপহার দিয়েছেন দর্শককে ও হিন্দি ফিল্মদুনিয়াকে। সম্প্রতি, তাঁদের দেখা মিলেছে শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজ়ে। যদিও একই দৃশ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়নি।