কেন আমির খানের বাড়িতে আইপিএস অফিসারেরা এসেছিলেন? ফাইল চিত্র।
নিছকই সৌজন্য সাক্ষাৎ! তার বেশি কিচ্ছু নয়? আমির খানের বাড়িতে ২৫ আইপিএস অফিসারের আগমন ঘিরে যে টান টান উত্তেজনা ছড়িয়েছিল, অবশেষে তাতে যবনিকা টানলেন আমির নিজেই! মঙ্গলবার এক আনুষ্ঠানিক ঘোষণায় আমির জানান, তাঁর সমস্ত ছবি ওটিটি প্ল্যাটফর্মে নয়, ইউটিউবে দেখা যাবে। সেই অনুযায়ী এ দিন তাঁর সাম্প্রতিক ছবি ‘সিতারে জমিন পর’ ইউটিউবে মুক্তি পায়। একই সঙ্গে তাঁর বাড়িতে প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতি নিয়েও মুখ খোলেন।
সাংবাদিকদের উপস্থিতিতে ইউটিউবে ছবিমুক্তি নিয়ে ঘোষণার সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তাঁর বাড়িতে একসঙ্গে বহু আইপিএস অফিসার এসেছিলেন।
কারণ, প্রযোজক-অভিনেতার বাড়িতে তাঁদের উপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছিল। বলিউডের একদলের দাবি, আমিরের আগামী ছবির জন্য কড়া নিরাপত্তা প্রয়োজন। সেই কারণেই তাঁর বাড়িতে বৈঠক করতে আইপিএস অফিসারেরা এসেছিলেন। আর একদলের দাবি, বিলাসবহুল গাড়ির কারণে সম্প্রতি তিনি সমস্যায় জড়িয়েছেন। প্রশ্ন উঠেছে, সেই কারণেই কি পুলিশকর্তাদের আগমন?
আমির মঙ্গলবার জানান, “আইপিএস অফিসারদের ব্যাচটি মুম্বই সফর করছিলেন। সেই সময় মুম্বই পুলিশ অনুরোধ জানায়, ২৫ জন অফিসারের ওই দলটি আমার সঙ্গে এক ঘণ্টা সময় কাটাতে চায়। তাই আমি তাঁদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাই।” প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে ওঠাবসা আমিরের অবশ্য নতুন নয়। ‘সরফারোশ’ ছবির শুটিংয়ের সময়েও তিনি তৎকালীন আইপিএস অফিসারদের সাহায্য নিয়েছিলেন।