Aamir Khan

পাকিস্তানি ক্রিকেটারের জন্য নষ্ট হয় আমিরের বিয়ে! কেন অবসাদ জাঁকিয়ে বসেছিল তাঁর উপর?

বিয়ে মেনে নেয়নি রিনার পরিবার। তাই তাঁরা পালিয়ে গিয়ে আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বিয়ের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২০:৪৮
Share:

জাভেদ মিয়াঁদাদের জন্য নষ্ট হয় আমিরের বিয়ে। ছবি: সংগৃহীত।

পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জন্য নষ্ট হয়ে গিয়েছিল আমির খানের বিয়ে! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। প্রথম ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ ছবি মুক্তির আগেই আইনি মতে রিনা দত্তকে বিয়ে করেছিলেন অভিনেতা।

Advertisement

বিয়ে মেনে নেয়নি রিনার পরিবার। তাই তাঁরা পালিয়ে গিয়ে আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বিয়ের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য। আমির জানিয়েছেন, পালিয়ে গিয়ে বিয়ে করে নিজের বাড়ি ফেরার পরে মনে হয়েছিল, যেন কিছুই ঘটেনি। অভিনেতা বলেছেন, “মনে হয়েছিল, সকলে আমাকে জিজ্ঞেস করবে, ‘এতক্ষণ কোথায় ছিলে?’” কিন্তু সেই দিন সকলে মেতেছিলেন ভারত-পাকিস্তান খেলা নিয়ে। তাই আমির যে বা়ড়িতে নেই বা বিয়ে সেরে ফিরেছেন, তা কেউ লক্ষই করেননি।

সব কিছু দেখে আমির অবসাদে চলে গিয়েছিলেন। অভিনেতা বলেছেন, “সেই দিন ভারত-পাক খেলা ছিল। শেষ বলে, জাভেদ মিয়াঁদাদ ছয় মেরেছিলেন। সেই দিন কিন্তু আমরাই জিতছিলাম, যার ফলে আমার দিকে কেউ মন দেয়নি। কিন্তু ওই শেষ ছয় রানে জাভেদ সব কিছু নষ্ট করে দিয়েছিলেন।”

Advertisement

এর পরে বিমানে পাকিস্তানি ক্রিকেট তারকার সঙ্গে দেখা হয়েছিল আমিরের। তখন তাঁকে অভিনেতা বলেছিলেন, “জাভেদ ভাই, আপনি মোটেই ঠিক করেননি। আমার বিয়েটা আপনি বরবাদ করে দিয়েছেন।” জাভেদ জিজ্ঞাসা করেছিলেন, “কী ভাবে?” উত্তরে আমির বলেছিলেন, “ওই দিনই ছক্কা মেরেছিলেন আপনি। আমি অবসাদে চলে গিয়েছিলাম।” ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় আমির ও রিনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement