Entertainment

১৮ বছর পর ফের ছবির জন্য গাইলেন আমির

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘গুলাম’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান ও রানি মুখোপাধ্যায়। ওই ছবিতে দারুণ জনপ্রিয় ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন নায়ক নিজেই। সেটিই ছিল ছবির জন্য গাওয়া আমিরের প্রথম গান। এর পর আর গায়ক আমিরকে পাওয়া যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১২:১৮
Share:

আমির খান। ছবি: সংগৃহীত।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘গুলাম’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান ও রানি মুখোপাধ্যায়। ওই ছবিতে দারুণ জনপ্রিয় ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন নায়ক নিজেই। সেটিই ছিল ছবির জন্য গাওয়া আমিরের প্রথম গান। এর পর আর গায়ক আমিরকে পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর আবারও ছবির জন্য গাইলেন তিনি। তাঁর পরবর্তী ছবি ‘দঙ্গল’-এর জন্য ফের গান গাইলেন নায়ক।

Advertisement

আমির ইতিমধ্যেই দঙ্গল এর গান ‘ধক্কড়’ রেকর্ড করেছেন। এবং এই ভিডিও আগামী ১৮ ডিসেম্বর প্রথম বার দেখা যাবে একটি অ্যাওয়ার্ড শোতে।

সেখানে ৫১ বছরের আমিরকে এক জন র‌্যাপ গায়কের পোশাকে দেখা যাবে। এবং ওই ভিডিওর মাধ্যমেই ‘দঙ্গল’ ছবিতে আমিরের দুই অনস্ক্রিন মেয়ে ফতিমা সানা শেখ এবং শানয়া মলহোত্রকে দর্শকদের সঙ্গে আলাপ করানো হবে। একই সঙ্গে ভিডিওতে নারী শক্তির জয়গান গাইবেন আমির।

Advertisement

আরও পড়ুন: আমিরের অনুরোধ ফেরালেন, ‘দঙ্গল’-এর সঙ্গে যুক্ত হতে চান না রজনীকান্ত!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement