Inspiration

শ্রীদেবীর নায়ক হতে চেয়ে মহেশ ভট্টর কাছে গিয়েছিলেন আমির!

শ্রীদেবীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন আমির। টুইটারে শ্রদ্ধা জানিয়েছিলেন নিজের প্রিয় অভিনেত্রীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ১৭:৪০
Share:

শ্রীদেবীর উপর ক্রাশ ছিল আমিরের।

শ্রীদেবীর নায়ক হতে চেয়ে মহেশ ভট্টর দ্বারস্থ হয়েছিলেন আমির খান। রবিবার সাংবাদিকদের কাছে এমন তথ্যই দিলেন খোদ মিস্টার পারফেকশনিস্ট। যশরাজ স্টুডিওয় ‘থাগস্ অফ হিন্দুস্থান’-এর শেষ বেলার প্রচারে উপস্থিত হয়েছিলেন তিনি।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “রোমান হলিডের অনুপ্রেরণায় বলিউডি ছবি বানাতে আমি মহেশ ভট্টের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, রোমান হলিডের হিন্দি রিমেক বানানো হোক। সেখানে আমি আর শ্রীদেবীর অভিনয় করব। আমার কথা শোনার পর ভট্টজি একটা মোটা বই নিয়ে এসে বললেন, যদি তুমি রোমান হলিডে পছন্দ কর, তা হলে এই বইটা (ইট হ্যাপেনড ওয়ান নাইট) পড়ো। তারপরই আমরা ‘দিল হ্যায় কে মানতা নেহি’ বানালাম।” যদিও এই ফিল্মে মেয়ে পূজা ভট্টকে সুযোগ দিয়েছিলেন মহেশ।

আমিরের বক্তব্য, “শ্রীদেবী যে একদা আমারর ক্রাশ ছিল, সেটা লুকানোর কোনও অবকাশ নেই। শ্রীদেবীর চোখের দিকে তাকালে আমি পাগল হয়ে যেতাম।” নস্ট্যালজিক আমির জানান, “তখন আমি সবে অভিনয় শুরু করেছি। আমরা (আমির ও শ্রীদেবী) একটা ম্যাগাজিনের কভার শুট করছি। এই শুটিং নিয়ে আমি যথেষ্ট উত্তেজিত ছিলাম। যত দূর মনে পড়ছে, আমাদের একটা বিশেষ পোজ দিতে হত। কিন্তু সেই শুটে আমি ভুলেও ওর চোখের দিকে তাকিয়ে পোজ দিইনি। কারণ আমি শ্রীদেবীর চোখের দিকে তাকালেই নির্বাক হয়ে যেতাম। পাছে ও ধরে ফেলে, আমার ওর প্রতি ক্রাশ আছে, তাই চোখের দিকে তাকাতাম না। ও একজন অসামান্য অভিনেতা ছিল।”

Advertisement

‘দিল হ্যায় কে মানতা নেহি’ ছবির একটি দৃশ্যে আমির খান ও পূজা ভট্ট।

আরও পড়ুন: প্রকাশ্যে রাস্তায় শুভশ্রীকে চুমু খেলেন রাজ, কোথায় জানেন?​

আমির শ্রীদেবীর খুব বড় ফ্যান। এমনকি, তাঁর মৃত্যুর পর বিহ্বল হয়ে শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে একটা হৃদয়বিদারক নোটও টুইটারে লিখেছিলেন আমির। আগামী ৮ তারিখ মুক্তি পাচ্ছে যশরাজ প্রযোজিত আমির-অমিতাভ অভিনীত ‘থাগস অফ হিন্দুস্থান’। তার আগে এ দিনের আলোচনায় বেশ খোলামেলা ছিলেন মিস্টার পারফেকশনিস্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন