Gauri Spratt

‘দূরে সরে যান!’ মুম্বইয়ের রাস্তায় জয়া বচ্চনের মতো ব্যবহার, কটাক্ষ আমিরের প্রেমিকা গৌরীকে

সম্প্রতি জামাকাপড় কিনতে বেরিয়ে বেজায় রেগে যান গৌরী স্প্র্যাট। অনেকেই জয়া বচ্চনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁর আচরণের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:১১
Share:

(বাঁ দিকে) জয়া বচ্চন, (ডান দিকে) গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত।

আমির খানের প্রেম নিয়ে এই মুহূর্তে বলিপাড়ায় চর্চা তুঙ্গে। যদিও এর আগে দু’টি বিচ্ছেদপর্বের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে চোখে হারাচ্ছেন তিনি। সব জায়গায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে যান। সম্প্রতি জামাকাপড় কিনতে বেরিয়ে বেজায় রেগে গেলেন গৌরী। অনেকেই জয়া বচ্চনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁর আচরণের।

Advertisement

আমির খান তাঁর নতুন সম্পর্কের কথা সামনে আনতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন গৌরী। যেখানেই বেরোন, তাঁকে ঘিরে ধরে ছবিশিকারির দল। আগেও কয়েক বার গৌরীর পিছু নিয়েছিলেন ছবিশিকারিরা। প্রতি বারই শান্ত গলায় তিনি ছবি না-তোলার জন্য অনুরোধ করেন। কখনও আবার তাঁদের পাশ কাটিয়ে বেরিয়ে যান।

এ বার শহরের এক শপিং মলের বাইরে দেখা গেল তাঁকে। কেনাকাটা করতেই যাচ্ছিলেন সম্ভবত। সেই সময়ে তাঁর গাড়ির কাছে এসে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করতে থাকেন ছবিশিকারিরা। তাতেই রেগে গৌরী বলেন, ‘‘সরে যান বলছি! দয়া করে আমাকে ছেড়ে দিন।’’ তিনি মিতভাষী বলেই সবাই জানেন। আচমকা তাঁর এমন আচরণ দেখে নেটাগরিকরা তাঁর সঙ্গে জয়া বচ্চনের মিল খুঁজে পেয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, জয়াও ছবিশিকারিদের সামনে দেখলে রেগে যান। অনেক সময় তাঁদের সঙ্গে ‘রূঢ়’ আচরণ করেন বলেও অভিযোগ। জয়ার এ হেন আচরণ নিয়ে সমাজমাধ্যমে সর্বদাই একটা আলোচনা চলে। এমনকি, বলিউডেরও কেউ কেউ জয়ার এই আচরণ নিয়ে কটাক্ষ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement