srk birthday

৬০তম জন্মদিনে ‘মন্নত’ বন্ধ, তারকা কি এ বার মুখ দেখাবেন না? উত্তর দিলেন শাহরুখ নিজেই

জন্মদিনে শাহরুখ নাকি সপরিবার আলিবাগ চলে যাচ্ছেন। এই খবর যখন ছড়িয়ে গিয়েছে, তখনই কী জানালেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:১৮
Share:

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে থিকথিক করে ভিড়। কিন্তু, এ বছর ‘মন্নত’-এ থাকছেন না শাহরুখ। শোনা যাচ্ছে, সপরিবার নাকি আলিবাগে জন্মদিন পালন করবেন তিনি। এই খবর যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, সেই সময়েই শাহরুখ দিলেন সুখবর। এই বছরেও জন্মদিনে ‘মন্নত’-এ দেখা যাবে তাঁকে।

Advertisement

এই দিন ‘মন্নত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তাঁর অনুরাগীরা, ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনও হাত নাড়েন, কখনও ছুড়ে দেন চুমু, কখনও আবার দুই হাত ছড়িয়ে তাঁর পরিচিত পোজ় দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা। কিন্তু এ বছর ‘মন্নত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা গোটা পরিবার সমেত এখন ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে, এ বছর কি দর্শন দেবেন তারকা? ‘এক্স’-এর পাতায় এক অনুরাগী সরাসরি সেই প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞেস করেন, ‘‘স্যর, এ বছর ‘মন্নত’-এ অনুরাগীদের দেখা দিতে আসবেন?’’ উত্তরে শাহরুখ বলেন, ‘‘হ্যাঁ, আসব তো। শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।’’ শাহরুখের রসবোধ মারাত্মক। তাঁর বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনেই এমন মজার উত্তর দেন অনুরাগীকে।

শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তাঁর জন্মদিন আর তাঁর একার নেই। এটা অন্যদের জন্য উৎসব। বড় তারকা হওয়ার এটাই হয়তো মূল্য দিচ্ছেন। যদিও অভিনেতা সব সময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাঁকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement