Jaya Bachchan

সব সময়েই মেজাজ তুঙ্গে, মা জয়া বচ্চনের সঙ্গে কেন জামাকাপড় কিনতে যেতে চান না অভিষেক?

অভিষেক নিজেই জানিয়েছেন, মায়ের দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। সবটাই জানেন, তবু মা জয়ার সঙ্গে জামাকাপড় কিনতে যেতে চান না কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯
Share:

জয়াকে নিয়ে কেন এমন বললেন অভিষেক? ছবি: সংগৃহীত।

কথায় কথায় মেজাজ হারান। যদিও এই স্বভাব জয়া বচ্চনের নতুন নয়। আগে শুধু ছবিশিকারি দেখলেই রেগে যেতেন। কিন্তু যত দিন যাচ্ছে, রাগ যেন বাড়ছে অভিনেত্রীর। অনুরাগী থেকে নিজের পার্টিকর্মী, কাউকে যেন রেয়াত করছেন না। মায়ের মেজাজ সম্পর্কে অবহিত অভিষেক বচ্চন। অভিনেতা নিজেও জানিয়েছেন, মায়ের দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। সবটাই জানেন, তবু মায়ের সঙ্গে জামাকাপড় কিনতে যেতে চান না অভিষেক। এই বিষয়ে বাবা অমিতাভের সঙ্গেই স্বচ্ছন্দ তিনি।

Advertisement

পান থেকে চুন খসলেই কখনও চিৎকার করেন, কখনও আবার বকা দেন। জয়াকে নিয়ে তটস্থ থাকেন সকলেই। অন্য তারকাদের ছবি তোলার জন্য হুটোপাটি করলেও জয়ার বিষয়ে সচেতন থাকেন ছবিশিকারিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তাঁর মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না।

যদিও অভিষেক নিজে মায়ের মেজাজের কারণে তাঁর সঙ্গে জামাকাপড় কিনতে যেতে চান না, এমন নয়। অভিনেতার কথায়, ‘‘আমার মা ১২ বছর বয়স পর্যন্ত তাঁর মর্জিমতো জামা পরিয়েছেন, আর নয়। আমার মায়ের সঙ্গে কোথাও খেতে যেতেই ভাল লাগে। কারণ মা বাঙালি, আর বাঙালিদের খাবারের বিষয়ে জ্ঞান বেশ ভাল। জামাকাপড় কেনাকাটার ব্যাপারটা বাবার সঙ্গেই সারি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement