Aly Goni

গণেশচতুর্থী বিতর্কের রেশ কাটেনি, একত্রবাস শুরুর আগে জ্যাস্মীনকে দেওয়া আলির শর্ত ফাঁস

বহু বছর হয়ে গেল তাঁরা সম্পর্কে আছেন। একত্রবাস করছেন। কিন্তু একসঙ্গে থাকার আগে জ্যাস্মীনকে কোন শর্ত দেন আলি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০
Share:

জ্যাস্মীনকে কোন শর্ত দেন আলি? ছবি: সংগৃহীত।

গণেশচতুর্থী উদ্‌যাপনে যোগ দিয়ে বিপাকে অভিনেতা আলি গোনি। সেখানে সকলের সঙ্গে গণেশের নামে ‘জয়ধ্বনি’ দেননি তিনি। তার পরেই কটাক্ষের শিকার আলি। ‘বিগ বস্ ১৪’-এর ঘরে প্রথম দেখা আলি ও জ্যাস্মীনের। সেখান থেকে প্রেম। বহু বছর ধরে তাঁরা সম্পর্কে আছেন। কিন্তু, একসঙ্গে থাকার আগে জ্যাস্মীনকে কোন শর্ত দেন আলি?

Advertisement

জ্যাস্মীন যে তাঁর জীবনের অন্যতম আশীর্বাদ, এ কথা বিভিন্ন সময় জানিয়েছেন আলি। আর জ্যাস্মীন যে আলির প্রতি মুগ্ধ, সে কথা মানেন অভিনেত্রী নিজেও। জম্মুর ছেলে আলি আর পঞ্জাবের মেয়ে জ্যাস্মীন। যদিও কর্মসূত্রে মুম্বইয়েই থাকেন তাঁরা। এক সময় আলাদা থাকলেও, প্রেমে সিলমোহর দেওয়ার পর থেকে একত্রবাস শুরু করেন তাঁরা। তবে, দু’জনের নাকি ঘর আলাদা। এমন কী ফ্ল্যাটে রান্নাঘরও দুটো।

আলি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সম্পর্কে যাওয়ার আগে জ্যাস্মীনকে বলেছিলাম, আলাদা দুটো ঘর থাকবে। কারণ আমার নিজস্ব একটা জায়গার দরকার। এ ছাড়াও দুটো রান্নাঘর। তার মধ্যে একটা আমিষ রান্নার জন্য। অন্যটা নিরামিষ রান্নার জন্য।’’ বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকলেও, এখনও বিয়ের চিন্তাভাবনা করেননি তাঁরা। আলি জানান, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না। ঈশ্বরের যখন ইচ্ছা হবে, তখনই সবটা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement