Kahani

Bob Biswas: ‘এক মিনিট’, দেখা দিলেন ‘বব বিশ্বাস’, নতুন ছবির প্রচার শুরু অভিষেকের

অভিষেকের স্ত্রীর ভূমিকায় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। তা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে কাঞ্চন মল্লিক, দিতিপ্রিয়া রায়। রেড চিলিজ এন্টারটেনমেন্টের প্রযোজনায় সুজয়ের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৯:৫৩
Share:

নতুন ছবির প্রচার শুরু অভিষেকের।

‘নমস্কার, এক মিনিট…’ ছোট্ট একটি বাক্য। আর তাতেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত। ভয়ে কেঁপেছেন, খারাপ লেগেছে, জমেছে ঘৃণাও। ‘বব বিশ্বাস’কে তবু ভোলেননি মানুষ।
হাড়হিম চাউনিতেই সুজয় ঘোষের ‘কহানি’ জুড়ে নজর কেড়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবির ভাড়াটে খুনিই এ বার গল্পের মূল চরিত্র। পরিচালকের প্রস্তুতি সঙ্গ দিলেন বলি তারকা অভিষেক বচ্চন। হয়ে উঠলেন ‘বব বিশ্বাস’।

Advertisement

নতুন ছবির প্রথম ঝলক হাজির ইনস্টাগ্রামে। ‘বব বিশ্বাস’-কে অনুরাগীদের সামনে নিয়ে এলেন অভিষেক নিজেই। লিখলেন, ‘এক মিনিট…। আগামিকাল দুপুর ১২টায় বব বিশ্বাসের প্রথম ট্রেলার দেখুন।’

ছোট্ট ভিডিয়োতে লেখা, ‘আ কিলার অব আ স্টোরি’। নেপথ্যে হিন্দিভাষী এক ব্যক্তি। বলছেন, ‘‘বব বাবু, আপনার সম্ভবত মনে নেই, আপনি খুবই খারাপ এক জন মানুষ।’’
অভিষেকের স্ত্রীর ভূমিকায় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। তা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে কাঞ্চন মল্লিক, দিতিপ্রিয়া রায়। রেড চিলিজ এন্টারটেনমেন্টের প্রযোজনায় সুজয়ের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement