Entertainment News

কোন পুজো মণ্ডপে গেলেন আবির-সৌরসেনী?

ষষ্ঠীর দুপুরে সমাজসেবী সঙ্ঘের পুজো মণ্ডপে পৌঁছেছিলেন এই দুই তারকা। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁদের ছবি ‘ব্যোমকেশ গোত্র’। এ দিন মণ্ডপে হাজির ছিলেন ‘ব্যোমকেশ গোত্র’র টিমের সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৮:১৪
Share:

আবির এবং সৌরসেনী।

পুজো মানেই আনন্দ। আর সে আনন্দ কিন্তু সকলের। সমাজসেবী সঙ্ঘের পুজো মণ্ডপে গিয়ে সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিতে চাইলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী তথা মডেল সৌরসেনী মৈত্র।

Advertisement

ষষ্ঠীর দুপুরে সমাজসেবী সঙ্ঘের পুজো মণ্ডপে পৌঁছেছিলেন এই দুই তারকা। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁদের ছবি ‘ব্যোমকেশ গোত্র’। এ দিন মণ্ডপে হাজির ছিলেন ‘ব্যোমকেশ গোত্র’র টিমের সদস্যরা।

দৃষ্টিহীনদের কথা মাথায় রেখে এ বারের পুজো সাজিয়েছেন এই নির্দিষ্ট মণ্ডপের সদস্যরা। সেখানে পৌঁছে সৌরসেনী বললেন, ‘‘দেখুন মা তো সবার। আমাদের ওদের কথাও তো ভাবতে হবে।’’ অন্যদিকে আবির বললেন, ‘‘এ পুজোর মাধ্যমে আমাদের যাতে দৃষ্টি উন্মোচন হয়, আমি সে কথাই বলব।’’ তবে দুই তারকাই ‘ব্যোমকেশ গোত্র’ দেখার কথা মনে করিয়ে দিয়েছেন দর্শকদের।

Advertisement

আরও পড়ুন, শুটিংয়ের ফাঁকেই প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন ‘কৃষ্ণকলি’

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement