Srijla Guha

নেটফ্লিক্সের নতুন সিরিজ়ে সৃজলা গুহ! কোন দক্ষিণী তারকার বিপরীতে দেখা যাবে তাঁকে?

বহু বছর মডেলিংয়ের পর বাংলা সিরিয়ালের মাধ্যমে অভিনয় যাত্রার শুরু সৃজলা গুহর। এ বার নাকি দক্ষিণী তারকার সঙ্গে জুটি বাঁধছেন বাঙালি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৪
Share:

সৃজলা গুহ। —ফাইল চিত্র।

টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে একে একে সব অভিনেতাই মুম্বইয়ে পসার জমানোর চেষ্টায়। যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়েরা অনেক দিন হল কাজ করছেন আরব সাগরের পারে। বর্তমানে বাংলা সিরিয়ালের বেশ কয়েক জন নায়ক-নায়িকাও অভিনয় করছেন হিন্দি সিরিয়ালে। অদ্রিজা রায়, দেবদত্তা সাহা-সহ আরও অনেককেই হিন্দি সিরিয়ালে দেখা যাচ্ছে। টলিপাড়ার অন্দরের খবর এ বার নাকি বাংলা পেরিয়ে হিন্দি সিরিজ়ে সই করেছেন অভিনেত্রী সৃজলা গুহ। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা রানা দগ্গুবতির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৃজলাকে। অন্দরের ফিসফাস, নেটফ্লিক্সের একটি নতুন সিরিজ়ে সই করেছেন নায়িকা। তবে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি নায়িকা।

Advertisement

রানা দগ্গুবতি। —ফাইল চিত্র।

সূত্রের খবর, ২০ পর্বের এই সিরিজ়ের নাম ‘সুলতনত’। যদিও এখনও নাকি শুটিং শুরু হয়নি। বৃষ্টির জন্য কাজ আটকে। শোনা যাচ্ছে, এই সিরিজ়টি তৈরির নেপথ্যে রয়েছেন দুই বাঙালি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন শমীক বসু নামক এক ব্যক্তি। পরিচালকের নাম কুণাল বসু।

অন্য দিকে, অনেক দিন হল বাংলা সিরিয়ালে দেখা যায়নি সৃজলাকে। তাঁর প্রথম অভিনীত সিরিয়াল ‘মন ফাগুন’। তার পর তাঁকে তেমন ভাবে পর্দায় দেখেননি দর্শক। শোনা যাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও তিনি সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয়। তাঁর রিল ভিডিয়ো নিয়ে বেশ আলোচনাও হয়। তবে তাঁকে কি আদৌ রানার সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে? তা ক্রমশ প্রকাশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement