Aly Goni

‘আমাদের ধর্মে পুজো করার অনুমতি নেই’! ‘গণপতি বাপ্পা মোরয়া’ না বলায় কটাক্ষ, কী জবাব আলির?

নিন্দকেরা দাবি করেছিলেন, এতই যখন অস্বস্তি, তখন গণেশপুজোয় যাওয়ার দরকার কী ছিল? এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে আলি জানান, তাঁর ধর্মে পুজো করার অনুমতি নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭
Share:

মুখ খুললেন আলি গনি। ছবি: সংগৃহীত।

‘গণপতি বাপ্পা মোরয়া’ না বলায় বিতর্কে পড়েছেন ছোটপর্দার অভিনেতা আলি গনি। প্রেমিকার সঙ্গে গণেশচতুর্থী উদ্‌যাপনে গিয়েছিলেন তিনি। সবাই গণেশের নামে অতি পরিচিত ‘জয়ধ্বনি’ দিলেও, তিনি নীরব ছিলেন। তার পরেই কটাক্ষের শিকার তিনি। সেই দিন কেন চুপ ছিলেন, আলি নিজেই জানালেন।

Advertisement

একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, অভিনেত্রী নিয়া শর্মার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আলি ও তাঁর প্রেমিকা জ্যাস্মীন। সেখানে সকলে ‘গণপতি বাপ্পা মোরয়া’ রব তুললেও আলি চুপ করে থেকেছেন। এই দেখে নিন্দকেরা প্রশ্ন তুলেছিলেন, এতই যখন অস্বস্তি, তখন গণেশপুজোয় যাওয়ার দরকার কী ছিল? এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে আলি জানান, তাঁর ধর্মে পুজো করার অনুমতি নেই।

অভিনেতা বলেছেন, “আমি আসলে কিছু বুঝতেই পারিনি। নিজের ভাবনায় ডুবে ছিলাম। ভাবতেই পারিনি, এমন কিছু নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এই প্রথম আমি কোনও গণেশপুজোয় উপস্থিত ছিলাম। সাধারণত আমি যাই না। আমি বুঝতে পারি না, গিয়ে আমি ঠিক করব। ভয় হয়, অজান্তে হয়তো কিছু ভুল করে ফেলব।”

Advertisement

আলি আরও বলেন, “আমার ধর্মে এর অনুমতিও নেই। আমরা পুজো করি না। আমাদের একটাই বিশ্বাস। আমরা নমাজ পড়ি, প্রার্থনা করি আর অন্য ধর্মকে সম্মান করি। কোরানেই লেখা আছে, সকলকে শ্রদ্ধা করা উচিত। আমি সেটা করি।”

ভাইরাল ভিডিয়ো দেখে এক নেটাগরিক কটাক্ষ করেছিলেন, “হিন্দুদেরই কি ধর্মনিরপেক্ষ হওয়ার দায়িত্ব শুধু? জ্যাস্মীন ওঁর জন্য বোরখা পরতে পারেন, আর তিনি একবারও ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলতে পারলেন না!” আর এক নেটাগরিকের কটাক্ষ, “আলি মোটেই ভাল মানুষ নয়। জ্যাস্মীন কেন যে ওর পিছন পিছন ঘোরে!” তবে অনেকে আবার আলির পক্ষেও কথা বলেছেন। “এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পেলাম না। আলি কাউকে অশ্রদ্ধা তো করেননি। ভিন্‌ধর্মের হওয়ায় তিনি চুপ থাকতেই পারেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement