Bhaswar Chatterjee

৩৮ বছর পর দিদির থেকে ফোঁটা নেবেন ভাস্বর, আনন্দের মাঝেও কেন চিন্তিত অভিনেতার দিদি?

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে বিভিন্ন ধারাবাহিক, ওয়েব সিরিজ়, সিনেমায় দেখতে অভ্যস্ত দর্শক। ব্যস্ততার মাঝে পরিবারের সঙ্গেও বিশেষ সময়গুলো কাটাতে ভালবাসেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৫:১৪
Share:

ভাইফোঁটার কোন কাহিনি শোনালেন ভাস্বর চট্টোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

মা-বাবার একমাত্র ছেলে ভাস্বর চট্টোপাধ্যায়। বরাবরই পিসির মেয়ে, জেঠুর মেয়েদের থেকে ফোঁটা পেয়েছেন অভিনেতা। এই বছরের ভাইফোঁটা অন্যান্য বছরের তুলনায় আরও বিশেষ। ৩৮ বছর পরে জেঠুর মেয়ের থেকে ফোঁটা নেবেন তিনি। উত্তেজিত অভিনেতা। কিন্তু চিন্তিত তাঁর দিদি। কেন?

Advertisement

জেঠুর মেয়ের সঙ্গে ভাস্বর চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

প্রায় চার বছর হয়ে গেল ভাত-রুটি খাওয়া ছেড়ে দিয়েছেন ভাস্বর। তাই ভাইকে ফোঁটার দিন কী খাওয়াবেন তা ভেবে পাচ্ছেন না অভিনেতার দিদি। ভাস্বর বললেন, “দিদি মুম্বইয়ে থাকতেন। ১৯৮৭ সালে শেষ বার ফোঁটা পেয়েছিলাম দিদির থেকে। তখন আমি সপ্তম শ্রেণির ছাত্র। তার পর দিদিও আসতে পারেননি কলকাতায়। তাই আর ভাইফোঁটা নেওয়া হয়নি।” এত বছর পর আবার একসঙ্গে ভাইফোঁটার দিনটা উদ্‌যাপন করবেন তাঁরা।

ভাস্বর যোগ করেন, “দিদি বলেছে এই দিন যদি বলি ভাত-রুটি খাব না, তা হলে চলবে না। আসলে আমি তো বেশ কিছু বছর ও সব খাওয়া ছেড়েই দিয়েছি। কিন্তু দিদিদের আবদার ফেলতে পারব না। ফোঁটার দিনে তাই সব খাবারই খেয়ে নেব।” সদ্য শেষ হয়েছে ভাস্বর অভিনীত ধারাবাহিক ‘গীতা এলএলবি’। আপাতত শুধু ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। এ ছাড়াও ‘শাখা প্রশাখা’ ওয়েব সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement