Entertainment News

বাংলা টেলি সিরিয়ালের জনপ্রিয় মুখ গৌতম দে প্রয়াত

‘জন্মভূমি’ ছাড়াও গৌতমবাবু অভিনয় করেছেন ‘তিথির অতিথি’, ‘ধ্যাত্ তেরিকা’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’ এবং আরও অনেক সিরিয়ালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১০:৫৪
Share:

গৌতম দে। ছবি: সংগৃহীত।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা গৌতম দে (৬৫) প্রয়াত। দীর্ঘ দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সোমবার সকাল ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।তিনি রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে।

Advertisement

দীর্ঘ দিন থিয়েটারে অভিনয়ের সঙ্গে যুক্তছিলেন গৌতমবাবু। শুধু থিয়েটারই নয়, পরবর্তীকালে অনেক টেলি সিরিয়ালও করেছেন। অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও। অন্যতম জনপ্রিয় টেলি সিরিয়াল ‘জন্মভূমি’তে অভিনয়ের জন্য আমদর্শকের কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। সৃজনশীল অভিনয়ের জন্য সকলের মন কেড়েছিলেন টেলিপাড়ার এই অভিনেতা।

‘জন্মভূমি’ ছাড়াও গৌতমবাবু অভিনয় করেছেন ‘তিথির অতিথি’, ‘ধ্যাত্ তেরিকা’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’ এবং আরও অনেক সিরিয়ালে। সম্প্রতি দু’টি জনপ্রিয় টেলি সিরিয়াল— ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’-তেও তাঁকে দেখা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন, গৌতমদাকে আর হাসিমুখে শুটিংয়ে দেখব না, ভাবতেই পারছি না

গৌতমবাবুর অন্যতম সেরা থিয়েটারগুলো হল— ‘সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’,‘বৈশাখি ঝড়’। ইন্দর সেন পরিচালিত টেলি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন গৌতমবাবু। কাজ করেছেন রবি ঘোষ, মনোজ মিত্র, দুলাল লাহিড়ি, দিলীপ রায়, লিলি চক্রবর্তী, শুভেন্দু চট্টপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে।

আরও পড়ুন, গৌতমদা চলে যাওয়া মানে একটা সময় হারিয়ে যাওয়া...

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement