ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হাত দেখা বা হস্তরেখার বিচার করা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য হস্তরেখাবিদ্যা সম্বন্ধে গভীর জ্ঞান থাকতে হয়। হস্তরেখার বিচারকে অনেকে যেমন বিশ্বাস করেন, আবার অনেকে এর তাৎপর্য বোঝেন না। হাতের রেখা দেখে একজন মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়। কথায় বলে, আমাদের হাতেই ভাগ্য লেখা রয়েছে। সেটা যে পুরোপুরি মিথ্যা তা বলা যায় না। দুই তালুর রেখা একেবারে মিলে যাওয়ার যেমন আলাদা অর্থ রয়েছে, তেমনই রেখাগুলি একটু উপর-নীচে থাকার অর্থও ভিন্ন। এই সম্বন্ধে একটা ধারণা দিতে পারে জ্যোতিষশাস্ত্র। কোনটির অর্থ কী জেনে নিন।
হাতের রেখা একেবারে মিলে গেলে কী হয়:
১) এই সকল ব্যক্তি খুব নরম স্বভাবের এবং সংবেদনশীল প্রকৃতির হন।
২) অন্যদের কথাকে খুব সম্মান করেন।
৩) খুবই দৃঢ়প্রতিজ্ঞ হন এবং সব কাজ নিষ্ঠার সঙ্গে করে থাকেন।
৪) একটা সম্পর্কে বিশ্বাসী। কারও থেকে একটু ভালবাসা পেলে আর কিছু চান না।
৫) এঁরা সকলের কাছে খুব প্রিয় হন।
বাঁ হাতের রেখা ডান হাতের রেখার চেয়ে উপরে হলে:
১) এই সকল ব্যক্তি খুব স্বাধীনচেতা হন। কারও উপরে নির্ভর করতে পছন্দ করেন না।
২) আত্মবিশ্বাস খুব বেশি থাকে।
৩) অত্যন্ত সাহসী হন। ঝুঁকিপূর্ণ কাজ করতে পছন্দ করেন।
৪) জীবনসঙ্গী এঁদের থেকে বয়সে ছোট হন।
বাঁ হাতের রেখা যদি ডান হাতের তুলনায় নীচে হয়:
১) এঁরা বয়সের তুলনায় বেশি জ্ঞানী হন।
২) অন্যেরা কী বলছেন সে সকল বিষয়ে কান দেন না।
৩) অত্যন্ত রোমান্টিক হন।
৪) এঁদের ষষ্ঠেন্দ্রিয় খুব ভাল হয়।
৫) এঁরা নিজের বয়সের থেকে বড়দের প্রতি বেশি আকৃষ্ট হন।