Lottery Horoscope Prediction 2026

২০২৬-এর শুরু, মধ্য ভাগ না শেষ, কোন রাশির ভাগ্যে কখন প্রাপ্তিযোগ রয়েছে? কারা লটারি থেকে দূরে থাকবেন?

লটারিতে পুরস্কার পাওয়া যাবে, না পুরস্কার পাওয়া যাবে না এটা জানার ইচ্ছাও প্রায় মানুষের মধ্যেই থাকে। ২০২৬-এ কোন রাশির লটারি ভাগ্য কেমন রয়েছে দেখে নেব।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৪
Share:

—প্রতীকী ছবি।

নতুন বছর ২০২৬ কেমন কাটবে সেটা নিয়ে অনেকেই অধীর আগ্রহে রয়েছেন। এর মধ্যে নিজের অর্থভাগ্য কেমন থাকবে সেটা জানার আগ্রহই সকলের মনে সবচেয়ে বেশি বললে ভুল বলা হবে না। লটারিতে পুরস্কার পাওয়া যাবে, না পুরস্কার পাওয়া যাবে না এটা জানার ইচ্ছাও প্রায় মানুষের মধ্যেই থাকে। ২০২৬-এ কোন রাশির লটারি ভাগ্য কেমন রয়েছে দেখে নেব।

Advertisement

মেষ: বছরের শুরুতে মেষ রাশির জাতক-জাতিকারা যদিও বা লটারি কাটেন, বছরের মধ্য ভাগে এবং শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। লটারিতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব কম।

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা লটারি থেকে পুরস্কার জেতার আশা এই বছর রাখতে পারেন। তবে প্রথমেই খুব বেশি অঙ্কের লটারি কেটে ভাগ্য যাচাই করার দরকার নেই। বছরের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে।

Advertisement

মিথুন: সম্পূর্ণ বছরটাই মিথুন রাশির ব্যক্তিদের জন্য ভাল দেখা যাচ্ছে। তবে হালকা চড়াই-উতরাই তো থাকবেই। বছরের শেষের দিকে এক বার লটারি কেটে দেখতে পারেন।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারি কাটা একেবারে যে ভুল হবে তা নয়। কিন্তু খুব বেশি আবেগি হয়ে প্রচুর পরিমাণে লটারির টিকিট কিনে ফেললে চলবে না। বছরের শুরুতে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

সিংহ: লটারির দিক দিয়ে বছরের শুরু এবং শেষ সিংহ রাশির ব্যক্তিদের জন্য খুব একটা ভাল থাকবে না। কিন্তু মধ্য ভাগে লটারি কাটার চিন্তাভাবনা করতে পারেন।

কন্যা: কন্যা রাশির জাতকদের এই বছর বেশ ভালই লটারিতে পুরস্কার পাওয়ার যোগ দেখা যাচ্ছে। একসঙ্গে মোটা টাকার লটারি না কেটে, বার বার কম অঙ্কের লটারি কেটে দেখুন।

তুলা: নতুন বছরের প্রথমেই তুলা রাশির জাতকেরা লটারি কাটতে যাবেন না। বছরের মধ্য ভাগে এবং শেষ ভাগে লটারি কেটে দেখতে পারেন। কম হোক বা বেশি, যে কোনও অঙ্কের লটারির টিকিট কাটতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের বছরের শুরুতে লটারির আশপাশে যাওয়া ঠিক হবে না। বছরের মধ্য ভাগ থেকে লটারি কেটে ভাগ্য যাচাই করতে পারেন।

ধনু: ২০২৬-এর যে কোনও সময় ধনু রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারেন। কমবেশি, সব অঙ্কের লটারি কাটা যেতে পারে। মিলিয়ে-মিশিয়ে কাটাই বুদ্ধির কাজ হবে।

মকর: মকর রাশির জাতক-জাতিকারা লটারিতে খুব বেশি অঙ্কের পুরস্কার না জিতলেও, ছোটখাটো পুরস্কারের আশা রাখতেই পারেন। বছরের শুরু এবং মধ্য ভাগ বাদ দিয়ে, শেষের দিকে লটারি কাটতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরা বছরের শুরুতেই কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। বার বার চেষ্টা করতে হবে, এক বারেই অধৈর্য হলে হবে না।

মীন: ২০২৬ বছরটা মীন রাশির জাতক-জাতিকাদের জন্য লটারির দিকে খুব যে খারাপ তা নয়। তবে খুব ঘন ঘন লটারির টিকিট কাটা ঠিক হবে না। বছরের যে কোনও সময় মাঝেমধ্যে লটারি কেটে ভাগ্য সঙ্গ দিচ্ছে কি না দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement