Gourab Roy chowdhury

গরমে হাঁসফাঁস! শরীর জুড়াতে বাঙাল পদেই মজলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী

সদ্য শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক ‘পুবের ময়না’। এই মুহূর্তে খানিকটা ফাঁকা সময় কাটাচ্ছেন অভিনেতা। এর মধ্যেই তাঁকে দেখা গেল কবজি ডুবিয়ে পান্তা ভাত খেতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২০:২১
Share:

গরমে ঠান্ডা থাকার টোটকা গৌরবের। ছবি: সংগৃহীত।

‘পুবের ময়না’ ধারাবাহিক শেষ হয়েছে এক মাসও হয়নি। গরমে আপাতত কিছু দিনের ছুটি অভিনেতা গৌরব রায়চৌধুরীর। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে চোখে পড়বে কিছু দিন আগেই সমুদ্র থেকে বেরিয়ে ফিরেছেন তিনি। আর এ বার একে বারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেতা। ধারাবাহিকের শুটিং চললে অভিনেতাদের

Advertisement

দিনের ১৪ ঘণ্টাই কেটে যায় শুটিং ফ্লোরে। মাসে এক দিন ছুটি পাওয়াটাই বড় ব্যাপার। তাই মাঝে একটু হাত ফাঁকা পেলেই নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করেন তাঁরা। গৌরবের ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। তাই তো জমিয়ে পান্তা ভাত আর লটে, শুঁটকিতে মজলেন অভিনেতা।

গৌরব আনন্দবাজার ডট কমকে বললেন, “কয়েক দিনের ফাঁকা সময় পেয়েছি। বন্ধুরা বলল খাওয়া দাওয়া করে আসতে, তাই চলে গেলাম। আর পান্তা ভাত খেতে আমার বেশ ভাল লাগে।” অভিনেতার বাবা এ পার বাংলার। আর মা ও পার বাংলার। দুই বাংলার মিশেল বলে সেই হিসবে নিজেকে বাঘ বলেই দাবি করেন নায়ক। অভিনেতা বললেন, “ছোটবেলা থেকেই আমি পান্তাভাত খেতে ভালবাসি। বাবা খেতে শিখিয়েছিল। আর গরমে এর চেয়ে ভাল কিছু আছে নাকি! বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পান্তা ভাত। খুবই আরামদায়ক খাবার।” নায়কের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তবে এই মুহূর্তে তিনি শুধুই কাজে মন দিতে চান। বাকিটা আপাতত ব্যক্তিগত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement