সুনীতার কাছে অনুরোধ গোবিন্দের। ছবি: সংগৃহীত।
অল্পবয়সি এক মহিলার সঙ্গে গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ দিন বিবাহবিচ্ছেদের জল্পনাও চলেছে তাঁদের। যদিও সুনীতাই জানিয়েছেন, তাঁদের মোটেই বিচ্ছেদ হচ্ছে না। এই পরিস্থিতিতে গোবিন্দের দাবি, তাঁর দমবন্ধ লাগছে। তাই সুনীতা ও গোটা পরিবারের কাছে তাঁর অনুরোধ, তাঁরা যেন আর বিতর্কিত বিবৃতি সংবাদমাধ্যমের কাছে প্রকাশ না করেন।
সুনীতা এক সাক্ষাৎকারে গোবিন্দকে সাবধান করে বলেছিলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সত্যিই হলে তিনি ছেড়ে কথা বলবেন না। এই প্রসঙ্গে গোবিন্দ পাল্টা প্রশ্ন তুলেছেন, “আমার ক’টা বিয়ে হয়েছে? ৪০ বছর হয়ে গিয়েছে। আমার কি ২-৩ বার বিয়ে হয়েছে? যারা একাধিক বার বিয়ে করেছেন, তাঁদের স্ত্রীরা তো কিছু বলেন না। তাঁরা মজায় ঘুরে বেড়াচ্ছেন।”
বিনোদনজগতে সকলের চরিত্রে দাগ রয়েছে বলে দাবি গোবিন্দের। তাই তিনি বলেন, “আসলে চলচ্চিত্রজগতে এ সব কেউ খোলাখুলি আলোচনা করে না। এই জগতে হাতেগোনা কয়েক জনকেই দেখেছি, যাঁদের চরিত্রে দাগ নেই।”
গোবিন্দ জানিয়েছেন, তাঁকে অপমান করার জন্য তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেককেও অনেকে ব্যবহার করছেন। অভিনেতার কথায়, “ছোটপর্দায় কৃষ্ণার অনুষ্ঠানগুলি দেখলে বুঝতে পারবেন। ওকে দিয়ে আমার সম্পর্কে এমন এমন সংলাপ বলানো হয় যেগুলি খুবই অপমানজনক। আমি ওকে বলেছি, আমাকে অপমান করার জন্যই ওকে ব্যবহার করা হচ্ছে। ওকে সাবধান থাকতে বলেছি। ওকে সাবধান করায় সুনীতার আবার খারাপ লেগেছিল। আমি জানি না, এদের কখন কিসে খারাপ লাগে!”