বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত জিৎ। ছবি: সংগৃহীত।
তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক, তা একেবারেই পছন্দ নয় অভিনেতা জিতের। ইনস্টাগ্রামে ঘন ঘন রিল ভিডিয়ো পোস্ট বা ছবি, পোস্ট করেন করেন না মোটেও। ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমের নাগালে আসেন। কিন্তু কাজ ছাড়া অভিনেতার সন্ধান পাওয়া খুবই কঠিন। ইদানীং অবশ্য নিজেকে খানিকটা পরিবর্তন করার চেষ্টা করছেন। আগের চেয়ে তিনি এখন অনেক বেশি সক্রিয় সমাজমাধ্যমের পাতায়। সম্প্রতি ঘুরতে গিয়েছেন লন্ডনে। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করছেন অভিনেতা। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন।
সম্প্রতি একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন নায়ক। কখনও ছেলের স্ট্রলার নিয়ে দৌড়চ্ছেন লন্ডন ব্রিজে। কখনও আবার বাবা জিৎ বেঁধে দিচ্ছেন মেয়ের জুতোর ফিতে। নায়ক জিতকে দেখতেই অভ্যস্ত দর্শক। কিন্তু অভিনেতাকে এই রূপে দেখেননি কেউ। তাই জিতের নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসতে হইহই কাণ্ড। মন্তব্যে ভরে গিয়েছে অভিনেতার রিল ভিডিয়ো।
কেউ মন্তব্য করেছেন, “দাদা অনেক দিন পর তোমার থেকে খুব মিষ্টি একটা ভিডিও পেলাম।” আবার কারও মন্তব্য, “আপনার ছুটি কাটানো দেখে হিংসা হচ্ছে। ” প্রসঙ্গত, শোনা যাচ্ছে, জিৎ এখন হিন্দি কাজে বেশি মন দিচ্ছেন। জিতের প্রযোজনা সংস্থা ‘গ্রাস রুট’ দিন সাতেক আগে একটি ভক্তিমূলক ইউটিউব চ্যানেল চালু করেছে, নাম ‘গ্রাস রুট জ্যোতি’। সেখানে আপাতত দু’টি ভিডিয়ো দেখা যাচ্ছে। গণেশ এবং সরস্বতী বন্দনা। খবর, আগামী দিনে এই চ্যানেলে হয়তো ভক্তিমূলক গানও শোনা যেতে পারে। অনুরাগীদের ধারণা, চ্যানেলে ধর্মীয় বক্তব্যও শোনা যেতে পারে।
ঘনিষ্ঠ সূত্র বলছে, শীঘ্রই পথিকৃৎ বসুর ছবির শুটিং শুরু করবেন নায়ক। বিপ্লবী অনন্ত সিংহ হয়ে উঠতে তাঁকে কিছু প্রশিক্ষণ নিতে হবে। যার মধ্যে অন্যতম লাঠিখেলা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি নাকি প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছেন। কলকাতার পাশাপাশি শুটিং হবে ঝাড়গ্রামেও।