অসুস্থ ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে তাঁর ছবি ‘গৃহপ্রবেশ’। দর্শকের তরফ থেকে ভাল প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি। এর মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রায় ১০৩ জ্বর । মূত্রনালিতে সংক্রমণ। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে তাঁর।
ইন্দ্রদীপের ছবি ‘গৃহপ্রবেশ’ মুক্তি পেয়েছে ১৩ জুন। যদিও তার আগে বেশ কয়েক মাস ধরেই চলছিল প্রস্তুতি। কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে হয়েছে এই ছবির শুটিং। ছবি মুক্তির পর আবার প্রচারের দায়িত্ব। বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবির নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে নিয়ে প্রচারে গিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই ধকল গিয়েছে শরীরের উপর। তার জেরেই কি এ ভাবে অসুস্থ হয়ে পড়লেন ইন্দ্রদীপ? বাড়িতে একাই থাকেন। সঙ্গীতই তাঁর জীবনের ভালবাসা। এক ধাক্কায় ওজন অনেক কমিয়েছেন। বছরখানেক হল খাওয়াদাওয়াতে রাশ টেনেছেন।এমনকি এখন তিনি নিয়মিত শরীরচর্চাও করেন।
বাংলা ছবিতে বাণিজ্যিক ঘরানার বাইরে এক স্বাতন্ত্রতা এনেছেন ইন্দ্রদীপ। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণেই ‘গৃহপ্রবেশ’ তৈরি করেছেন তিনি। গত কয়েক বছরে একগুচ্ছ ভাল গান উপহার পেয়েছেন শ্রোতারা। সেই সঙ্গে চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সফল। পরিচালক হিসাবে এটা তাঁর চতুর্থ ছবি। শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন ছবির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।