Jisshu Sengupta

অনুষ্ঠান করতে গিয়েছিলেন যিশু, ঘিরে ধরেছিল দর্শক, ভিড়ের মধ্যে মেজাজ হারালেন নায়ক, তার পর কী হল?

কলকাতা থেকে অনেক দূরের প্রত্যন্ত গ্রামে অনেক সময় অনুষ্ঠানের জন্য যেতে হয় অভিনেতাদের। কিন্তু সব সময় যে সেই অনুষ্ঠানের পরিস্থিতি আনন্দের হয় তা নয়। তেমনই এক ঘটনা ঘটল যিশু সেনগুপ্তর সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১২:৫৭
Share:

কেন রেগে গেলেন যিশু সেনগুপ্ত? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের বাড়বাড়ন্তের ফলে বড়পর্দার তারকারা অনুরাগীদের হাতের মুঠোয়। পছন্দের নায়ক-নায়িকাকে কখন, কোথায় গেলে দেখা যাবে, এই তথ্য জানা এখন আর কোনও ব্যাপারই নয়। তাই অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় অভিনেতাদের। সম্প্রতি ছড়িয়েছে যিশু সেনগুপ্তের একটি ভিডিয়ো। ভিড় সামলাতে গিয়ে মেজাজ ঠিক রাখতে পারলেন না অভিনেতা।

Advertisement

যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেটি সম্ভবত বেশ কিছু দিন আগের। বর্ধমানে কোনও অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই যিশুকে দেখতে থিকথিকে ভিড়। কেউ কেউ আবার অনুরোধ করছেন নায়ককে তাঁর ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য। এই সবের মাঝেই মেজাজ হারালেন অভিনেতা। ভিড়ের মাঝে চেঁচিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, “সবাই পিছিয়ে যান। পিছিয়ে যান। প্রত্যেকেই দেখতে এসেছেন। পিছিয়ে দাঁড়ান।” চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে সমালোচিত যিশু। এক জন লিখেছেন, “মানুষের অহঙ্কার বেশি দিন থাকে না।” আবার অন্য এক জন মন্তব্য করেন, “ভীষণ অহঙ্কার। এক দিন সব শেষ হয়ে যাবে।” বাংলা ছাড়াও যিশুকে বলিউড ছবি, ওয়েব সিরিজ়, দক্ষিণী ছবিতে দেখেছে দর্শক। এখন নিজের প্রযোজনা সংস্থাও শুরু করেছেন তিনি। সঙ্গী অভিনেতা সৌরভ দাস। শীঘ্রই তাঁর নতুন কাজ শুরু করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement