John Abraham

‘পথকুকুরদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত অমানবিক’, প্রধান বিচারপতিকে চিঠিতে আর কী লিখলেন জন?

কখনও চলন্ত গাড়ির তলায় পড়তে পড়তে বাঁচে ওরা। কখনও খিদে মেটাতে খাবারের খোঁজ করেও পায় না। এই অবস্থায় তাদের একমাত্র সম্বল নিজেদের এলাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:২৮
Share:

পথকুকুরদের নিয়ে বড় পদক্ষেপ জন আব্রাহামের। ছবি: সংগৃহীত।

রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে। আশ্রয়স্থলে নিয়ে গিয়ে রাখতে হবে তাদের। রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পর থেকে প্রতিবাদের ঝড় তুলেছেন পশুপ্রেমীরা। অনেকেই দাবি করেছেন, এই সিদ্ধান্ত পশু অধিকারের বিপক্ষে। এ বার অভিনেতা জন আব্রাহাম চিঠি দিলেন ভারতের প্রধান বিচারপতি বিআর গবই-কে।

Advertisement

প্রতিদিন নানা প্রতিকূলতার মধ্যে বাঁচতে হয় ওদের। কখনও চলন্ত গাড়ির তলায় পড়তে পড়তে বাঁচে। কখনও খাবারের খোঁজ করেও তারা পায় না। এই অবস্থায় পথকুকুরদের একমাত্র সম্বল নিজেদের এলাকার চেনা মানুষেরা। চেনা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, ঘুমোনো, খাবার সংগ্রহের জায়গাও এ বার তারা হারাতে চলেছে! ফুঁসে উঠেছেন পশুপ্রেমীরা। পথেও নেমেছেন তাঁরা। জন আব্রাহামও পশুপ্রেমী হিসেবেই পরিচিত।

শীর্ষ আদালতকে ফের বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন জন। চিঠিতে অভিনেতা লিখেছেন, “আশা করছি, আপনারা জানেন, এরা শুধুই পথকুকুর নয়, এরা এক একটা এলাকার সদস্য হয়ে উঠেছে। অনেকেই ওদের ভালবাসে, শ্রদ্ধা করে। প্রজন্মের পর প্রজন্ম মানুষদের মধ্যে ওরা থেকেছে। তাই ওরাও ভীষণ ভাবে দিল্লির বাসিন্দা হয়ে উঠেছে।”

Advertisement

চিঠিতে শীর্ষ আদালতের রায়কে জন ‘অযৌক্তিক ও অমানবিক’ বলেও দাবি করেছেন। উল্লেখ করেছেন, ‘অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল ডগ রুলস’ অনুযায়ী প্রতিটি পথকুকুরের টিকাকরণ ও নির্বীজকরণ হওয়া দরকার। এই দু’টি কাজ করে তাদের নিজেদের এলাকায় গিয়ে ছেড়ে আসতে হবে।

দিল্লিতে এখন পথকুকুরের সংখ্যা ১৯ লক্ষ। ক্রমশ বেড়েই চলেছে তাদের সংখ্যা। এই সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞানসম্মত সমাধানের প্রয়োজন বলে দাবি জনের। তাই তাদের পুনর্বাসিত না করে এই রায় ফের বিবেচনা করতে বলেছেন জন আব্রাহাম। এখনও কোনও সদুত্তর পাননি অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement