Om Sahani In Two Avatar

দেবের শাগরেদি ভুলে কারখানায়! ছেঁড়া জিন্‌স, রুক্ষ চুল, পরিশ্রমের চোটে জ্ঞান হারিয়েছিলেন ওম?

মাথার উপরে তপ্ত অ্যাসবেসটস। পায়ের নীচে লোহার পাত। তার উপরে অভিনেতা ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করেছেন!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৪
Share:

‘দুগ্গা’ ছবির নাচের দৃশ্যে ওম সাহানি। ছবি: সংগৃহীত।

এমনিতেই চেহারা ছিপছিপে। বাড়তি মেদ কোথাও নেই। তার উপরে পরিশ্রমের চোটে ওম সাহানি যেন আধখানা! খবর, এক দিকে তিনি দেবের শাগরেদি করছেন। প্রযোজক-নায়ক যেখানে, ওম-ও সেখানে। একই সঙ্গে তিনি নাকি কারখানার কাজও ধরেছিলেন! ছেঁড়া জিন্‌স, রুক্ষ চুলে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে দেখা গিয়েছে। এমনও হয়েছে, তিনি পরিশ্রমের চোটে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন।

Advertisement

মাথার উপরে ভাদ্র মাসের সূর্যের তাপ, তপ্ত অ্যাসবেসটসের ছাদ। পায়ের নীচে গরম লোহার পাত। গরমে বাকিরা নাকি বমি করে ফেলেছিলেন!

পুজোর আগে হঠাৎ কেন এত পরিশ্রম করলেন অভিনেতা? কৌতূহল নিয়ে ওমের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। ওম ফাঁস করলেন আসল রহস্য। সহাস্য জবাব তাঁর, “এ বারের পুজোয় দেবীর আশীর্বাদ পেয়েছি। দেবের ছবি ‘রঘু ডাকাত’-এ ‘দুর্লভ রায়’-এর চরিত্রে অভিনয় করেছি। সন্ন্যাসীর ছদ্মবেশে আমায় দেখবেন দর্শক।” একই সঙ্গে এম সেলিমের ছবি ‘দুগ্গা’তে আইটেম গানের তালে নেচেছেন। একই অঙ্গে দুই রূপ ধারণ করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।

Advertisement

বছরের শুরুতে বড়পর্দায় তিনি রুক্মিণী মৈত্রের প্রেমিক! ‘নটী বিনোদিনী’ ছবিতে ‘রাজাবাবু’। সেখান থেকেই কি দেবের নজরে? কারণ, ওই ছবির প্রযোজকও ছিলেন দেব।

“একদম তা-ই। আমার অভিনয় ভাল লেগেছিল দেবদার। ওঁর থেকেই ফোন এসেছিল। দেবদার সঙ্গে পর্দাভাগ করব। এই সুযোগ ক’জন পায়? তা ছাড়া, চরিত্রটাও অন্য ধারার”, বললেন ওম। ছবির প্রযোজক এসভিএফ এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মতে, একটি ছবিতে এত কিছু পেয়ে তিনি লোভ সামলাতে পারেননি! ‘দুর্লভ রায়’ কি স্বাধীনতাসংগ্রামী? প্রশ্ন শুনেই অনুরোধ, “আপাতত সবটাই ছবিমুক্তির জন্য তোলা থাক।” তবে দেবের সঙ্গে ছবির প্রচারে বেরিয়ে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে ওমের।

‘রঘু ডাকাত’ ছবিতে ‘দুর্লভ রায়’ ওম সাহানি। ছবি: সংগৃহীত।

নায়কের সঙ্গে পর্দাভাগের সুযোগ থাকলেও অভিনয়ের সুযোগ, নিজেকে প্রমাণ করার সুযোগ কতটা পেয়েছেন? ‘রঘু ডাকাত’-এর টিজ়ারে যেটুকু দেখা গিয়েছে ওমকে! উত্তর দিতে কিন্তু বেশি সময় নেননি। টানটান জবাব দিয়েছেন, “যা দেখা গিয়েছে সেটাই যথেষ্ট। সবটাই যদি এখন বলে দেব, তা হলে পর্দায় দর্শক দেখবেন কী?” দম নিয়ে জানিয়েছেন, তাঁর ‘সন্ন্যাস’ রূপ, তাঁর চলনবলন প্রমাণ করবে তাঁর পরিশ্রম।

পাশাপাশি, ওম নাচতে খুব ভালবাসেন। তাঁর কয়েক বছর আগের ছবি ‘গোত্র’তেও আইটেম গান ‘রঙ্গবতী’র সঙ্গে নেচেছিলেন। সে বছর থেকে প্রত্যেক পুজোয় মণ্ডপে ‘রঙ্গবতী’ বাজবেই। আসন্ন ‘দুগ্গা’ ছবিতে আরও একবার সেই সুযোগ আসতে ‘না’ বলেননি তিনি।

“জানেন, নৃত্য পরিচালক পঙ্কজ শীল আর পরিচালকের নির্দেশে নাচতে নাচতে জিভ বেরিয়ে আসার দশা! তবে অনেক দিন পরে মন খুলে নাচলাম”, কথায় কথায় বলেই ফেললেন ওম। নাচের দৃশ্যও নাকি অভিনব। একটি কারখানার অন্দরে দুর্গাপুজো হচ্ছে। ছবির নায়িকা অনিন্দিতা বিশেষ কারণে সেখানে উপস্থিত। তখনই দুর্গার আবাহন হচ্ছে। গানের দৃশ্যে ‘দুর্লভ রায়’ শ্রমিক শ্রেণির প্রতিনিধি।

একের পর এক ভাল সুযোগ যখন পাচ্ছেন, ওম কি তা হলে নিজেকে আরও ভাঙবেন?

“ক্রমাগত ভেঙেই তো চলেছি”, দাবি তাঁর। ছোটপর্দা থেকে বড়পর্দা হয়ে আবার ছোটপর্দায় ফিরেছেন। ফের তিনি দেবের ডাকে তাঁর ছবিতে। পুজোয় তাঁকে দুই ভিন্ন রূপে দেখবেন অনুরাগীরা। “ভাল, অন্য ধারার কাজ করে যাওয়াই আমার ‘পাখির চোখ’। আপাতত এর বাইরে আর কিছুই ভাবছি না।”

এ ভাবেই বুঝি পর্দায় আরও ‘দুর্লভ’ হয়ে ওঠার চেষ্টা ওম সাহানির!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement