Mukul Dev Death

শুনেছি, শেষের দিকে ওঁর নাকি খুব মনখারাপ থাকত! মুকুল দেবের প্রয়াণে ঋতুপর্ণা সেনগুপ্ত

“আমি ওঁকে বাংলা শিখতে সাহায্য করতাম। ভীষণ মনোযোগী ছিলেন। সমানে আমার সঙ্গে আউড়ে নিজের উচ্চারণ শুধরে নিতে চেষ্টা করতেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৫:৪১
Share:

শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত মুুকুল দেবের প্রয়াণে। ছবি: সংগৃহীত।

মুকুল দেব নেই। মাত্র ৫৪ বছরে প্রয়াত! মেনে নিতে পারছেন না অভিনেত্রী-প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। আনন্দবাজার ডট কমকে সে কথা জানিয়ে আফসোস করেছেন, “এত তাড়াতাড়ি কী করে কেউ চলে যেতে পারে! আমি ভাবতেই পারছি না।” তার পরেই তাঁর মত, “শুনেছি, শেষের দিকে নাকি খুব মনখারাপ করে থাকতেন মুকুল। এ বার হয়তো ওঁর মন ভাল হয়ে যাবে। যেখানে গিয়েছেন সেখানে হাসিখুশি থাকবেন।”

Advertisement

শুক্রবার গভীর রাতে দিল্লিতে মারা গিয়েছেন সলমন খানের সহ-অভিনেতা। শনিবার বেলা বাড়তেই খবর ছড়িয়ে পড়ে। আচমকা অভিনেতার মৃত্যুর খবর শুনে স্তব্ধ বলিউড। মুকুল চলে যাবেন, কেউ ভাবতেই পারেননি। একই প্রতিক্রিয়া ঋতুপর্ণারও। তিনি মনে করেছেন অতীত স্মৃতি। অভিনেত্রী মুকুলের সঙ্গে ২০১১ সালে মাত্র একটি ছবি ‘অভিসন্ধি’তে কাজ করেছিলেন। অভিনেত্রী মনে করেছেন, “ওই ছবিতে ওঁর চরিত্রের অনেক স্তর ছিল। স্‌প্লিট পার্সোনালিটি। আমি আইনজীবী। আমার মক্কেল। পরিচালনায় তরুণ চট্টোপাধ্যায়। ওই ছবিতে আমরা ছাড়াও বরুণ চন্দ, শ্রীলা মজুমদার, কল্যাণ রায়, নিমু ভৌমিক, সঞ্জয় স্বরাজ অভিনয় করেছিলেন।” মুকুল সেই সময় অভিনেত্রীর কাছে বাংলা উচ্চারণ শেখার চেষ্টা করেছিলেন।

“আমি ওঁকে বাংলা শিখতে সাহায্য করতাম। ভীষণ মনোযোগী ছিলেন। সমানে আমার সঙ্গে আউড়ে নিজের উচ্চারণ শুধরে নিতে চেষ্টা করতেন”, মনে পড়ছে ঋতুপর্ণার। তিনি দেখেছেন। চরিত্র যেমনই হোক, প্রাণ ঢেলে অভিনয়ের চেষ্টা করতেন অভিনেতা। ভাল চরিত্র পেলে তো কথাই নেই। ঋতুপর্ণার দাবি, “আরও সুযোগ পেলে মুকুল আরও নিজেকে প্রমাণ করতে পারতেন। সেই সময়টাই পেলেন না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement