Rupsa Chatterjee's Son Rice Ceremony

দেখতে দেখতে ছ’মাসে পা! ছেলেকে ‘শ্রীকৃষ্ণ’ সাজিয়ে কোন উদ্‌যাপনে ব্যস্ত রূপসা-সায়নদীপ?

আনন্দবাজার ডট কমকে রূপসা জানিয়েছেন, তাঁর স্বামী শ্রীকৃষ্ণের ভক্ত। তিনিও ছেলেকে ‘গোপাল’ রূপে দেখেন। তাই বিশেষ দিনে বিশেষ সাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:৪৯
Share:

রূপসা চট্টোপাধ্যায়-সায়নদীপ সরকারের কোলে একরত্তি অগ্নিদেব। ছবি: ইনস্টাগ্রাম।

সকাল থেকে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের বাড়িতে হইহই ব্যাপার। আত্মীয়, বন্ধু, পরিচিতদের ভিড়ে বাড়ি গমগম করছে! রূপসা এবং তাঁর স্বামী সায়নদীপ সরকার সুন্দর ভাবে সেজেছেন। একরত্তি অগ্নিদেবকেও তাঁরা সাজিয়েছেন বিশেষ সাজে। এ দিন কিসের আয়োজন?

Advertisement

জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। ফোনে ভেসে এল ব্যস্ত কণ্ঠস্বর। রূপসা বললেন, “ছ’মাসে পা দিল আমাদের ছেলে। সোমবার তাই অন্নপ্রাশনের আয়োজন করেছি।” গায়েহলুদ পর্ব শেষ। ছেলেকে নতুন সাজে সাজানোর তোড়জোড় চলছে। রূপসা বললেন, “সায়ন প্রচণ্ড শ্রীকৃষ্ণ ভক্ত। আমার শাশুড়িরও ইচ্ছে ছিল, নাতিকে এই সাজে দেখার।” অভিনেত্রীও ছেলেকে ‘গোপাল’ রূপে দেখেন। সকলের ইচ্ছা মেনেই গায়ে হলুদের সময় হলুদ ধুতি, মুকুট, গয়নায় সেজেছে অগ্নিদেব।

বাঙালির উৎসব মানেই সাজপোশাকে লালের আভিজাত্য। রূপসা সেজেছিলেন চওড়া লাল পাড়ের বেনারসিতে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। সায়নদীপ অভিনেত্রী স্ত্রীর সঙ্গে রংমিলন্তি লাল পাঞ্জাবিতে। ভাত, মাছের মুড়ো, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, পায়েস— সব সাজিয়ে দেওয়া হয় একরত্তিকে। অন্নপ্রাশনের রীতি, ভাত খাওয়ানোর আগে শিশুর সামনে একটি থালায় সাজিয়ে দেওয়া হয় মাটি, কলম আর টাকা। বলা হয়, শিশু যা স্পর্শ করে সেটাই নাকি তার ‘ভবিতব্য’! খুদে অগ্নিদেব কী ধরেছিল? রূপসা জানিয়েছেন, এই বিশেষ আচার পালনের তখনও কিছুটা দেরি। ছেলের ভবিষ্যৎ জানতে তিনিও উদগ্রীব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement