Salman Khan

‘ভাইঝি’র সঙ্গে পর্দায় প্রেম করতে লজ্জা! কার সঙ্গে অভিনয় করতে গিয়ে আড়ষ্ট সলমন খান?

বার বার বয়সে ছোট অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছেন তিনি। এক বার ‘ভাইঝি’র বিপরীতে অভিনয় করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৯:১৪
Share:

ভাইঝির সঙ্গে পর্দায় প্রেম সলমন খানের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তিনি বলিউডের ভাইজান। ভয় বা আতঙ্ক তাঁর অভিধানে নেই। কিন্তু পর্দায় ‘ভাইঝি’র সঙ্গে প্রেমের দৃশ্যে আড়ষ্ট ছিলেন সলমন খান। একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যখন সম্পর্কে থেকেছেন, কোনও রাখঢাক করেননি। আবার সহ-অভিনেত্রীদের সঙ্গে তাঁর অন্য রকমের সম্পর্ক। ক্যামেরার সামনে ঘনিষ্ঠ অভিনয় করলেও বাস্তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছেন। এমনকি, পর্দায় অভিনেত্রীদের সঙ্গে কখনও চুম্বন দৃশ্যে অভিনয়ও করেননি তিনি। কিন্তু বার বার বয়সে ছোট অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছেন তিনি। এক বার ‘ভাইঝি’র বিপরীতে অভিনয় করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন তিনি।

Advertisement

কে এই ভাইঝি? ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সোনম কপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন সলমন খান। সোনমের বাবা অনিল কপূরের সঙ্গে বহু দিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ভাইজানের। তাই বন্ধুর কন্যার সঙ্গে অভিনয় করতে জড়তা ছিল তাঁর। কারণ, সোনম তাঁর ‘ভাইঝি’-সম। এক সাক্ষাৎকারে সোনম নিজেই বলেছিলেন, “সলমনের আমার সঙ্গে অভিনয় করা নিয়ে আড়ষ্টতা ছিল। উনি আসলে আমার বাবার ভাল বন্ধু। ‘বিবি নম্বর ওয়ান’, ‘নো এন্ট্রি’র মতো ছবিতে বাবার সঙ্গে কাজ করেছেন উনি। তাই বন্ধুর কন্যার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে ওঁর অস্বস্তি হয়েছিল।”

সোনমের সঙ্গে অভিনয় করবেন কি না, তা নিয়ে দীর্ঘ পাঁচ মাস ধরে নাকি চিন্তা করেছিলেন বলি তারকা। সলমন এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সত্যিই আমি সোনমের সঙ্গে অভিনয় করতে চাইনি। কিন্তু সুরজ বরজাতিয়া আমাকে রাজি করান। ওঁর ছবিতে প্রেমের দৃশ্য খুবই অন্য রকম। তাই আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। ছবির জন্য সোনমই যথাযথ ছিল।”

Advertisement

তবে ‘কাকু’ সলমনের সঙ্গে অভিনয় করতে গিয়ে আড়ষ্ট বোধ করেননি সোনম। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার বিষয়টা একেবারেই অদ্ভুত মনে হয়নি। আমার বরং ওর সঙ্গে কাজ করে ভালই লেগেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement