Monali Thakur

‘কাছের কেউ আঘাত করলে...’, শারীরিক হেনস্থার কথা কি প্রকাশ্যে আনলেন মোনালি?

মোনালির ঘনিষ্ঠ সূত্রের খবর, এই গানের বার্তার সঙ্গে নাকি নিজের জীবনের মিল রয়েছে মোনালির। নিজের জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই নাকি গানের এই ভিডিয়ো তৈরি করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৭:৪০
Share:

হেনস্থার কথা জানালেন মোনালি। ছবি: সংগৃহীত।

সঙ্গীতশিল্পীরা পরিচিত হন তাঁদের কণ্ঠের মাধ্যমে। ব্যক্তিগত জীবন আড়ালেই থাকে তাঁদের। মোনালি ঠাকুরও তেমন। নায়িকাদের নেপথ্যে শোনা যায় তাঁর কণ্ঠ। আবার মঞ্চে উদ্দাম উত্তেজনার সঙ্গে গান গাইতে দেখা যায় তাঁকে। কিন্তু বরাবরই নিজের ব্যক্তিগত জীবন রেখেছেন গোপনে। এ বার গানের মাধ্যমে নিজের জীবনের যন্ত্রণার কথাই কি সামনে আনলেন মোনালি ঠাকুর?

Advertisement

বর্তমানে তাঁর আসন্ন গান ‘এক বার ফির’-এর প্রচার নিয়ে ব্যস্ত মোনালি। এই গানে নাকি প্রথম বার নিজের ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিয়েছেন। এই গানের ভিডিয়োয় দেখানো হবে, মোনালির চরিত্রটি মৌখিক ও শারীরিক হেনস্থার শিকার। কোথাও তাঁকে চড় মারা হচ্ছে, কোথাও আবার গলা টিপে ধরা হচ্ছে। গানের ঝলক-ভিডিয়োর শুরুতে গায়িকা বলেছেন, “যখন কাছের কেউ আঘাত করে বা প্রতারণা করে, তখন হৃদয় কেঁদে ওঠে। আপনারা তখন ভাবতে থাকেন, কেন আমার সঙ্গেই এমন হল?”

তবে সেই ঝলক-ভিডিয়ো শেষ হয়েছে একটি ইতিবাচক বার্তায়। সেখানে গায়িকা বলেন, “পৃথিবী যতই মনে আঘাত করুক, হার মেনে নেওয়া যাবে না।” মোনালির ঘনিষ্ঠ সূত্রের খবর, এই গানের বার্তার সঙ্গে নাকি নিজের জীবনের মিল রয়েছে মোনালির। নিজের জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই নাকি গানের এই ভিডিয়ো তৈরি করেছেন তিনি। সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি কখনওই। গানের মাধ্যমেই জানান দিলেন, তিনি বাস্তবেও হেনস্থার শিকার হয়েছিলেন। এই গানটি অগস্ট মাসের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা।

Advertisement

মাত্র ১৩ বছর বয়স থেকে গানের সফর শুরু করেছিলেন বাংলার প্রয়াত অভিনেতা শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর। তার পরে রিয়্যালিটি শো-তে নজর কেড়েছিলেন তিনি। ২০০৬ সালের পর একাধিক বাংলা ও হিন্দি ছবিতে গান গেয়েছেন মোনালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement