Shehnaaz Gill

চোখে-মুখে দুর্বলতা, হাতে আইভি ড্রিপ! হাসপাতালে শেহনাজ়, কী হয়েছে অভিনেত্রীর?

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শেহনাজ় গিল। খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকার অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৫:৩৭
Share:

হাসপাতালে চিকিৎসাধীন শেহনাজ় গিল। ছবি: সংগৃহীত।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শেহনাজ় গিল। খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকার অনুরাগীরা। তবে ঠিক কী হয়েছে শেহনাজ়ের বা কী কারণে অসুস্থ হয়েছেন, তা এখনও জানা যায়নি। শেহনাজ়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে পৌঁছোন ‘বিগবস্‌ ১৮’ বিজেতা কর্ণবীর মেহতা। তিনিই শেহনাজ়ের সঙ্গে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন শেহনাজ়। দুই হাতে রয়েছে আইভি ড্রিপ। অসুস্থ অবস্থাতেও তাঁর মুখে লেগে আছে হাসি। শেহনাজ়ের দিকে তাকিয়ে কর্ণবীর মজা করে বলেন, “এই দেখো বেচারিকে। ওর কী যে হয়েছে!”

শেহনাজের চোখে-মুখে স্পষ্ট, তিনি অসুস্থ। তাও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে থাকেন অভিনেত্রী। সেই সঙ্গে তিনি বলেন, “এ (কর্ণবীর) আমাকে খুব হাসাচ্ছে।”

Advertisement

শেহনাজ় বা তাঁর সহযোগী দলের থেকে অসুস্থতা নিয়ে কোনও বিবৃতি আসেনি। যদিও শেহনাজ়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মূলত রক্তচাপ অনেকটা নেমে যাওয়ার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। তাই বর্তমানে গ্লুকোজ় ড্রিপ দেওয়া হচ্ছে তাঁকে। এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শেহনাজ়কে ভাল ভাবে খাওয়াদাওয়া করার পরামর্শও দিয়েছেন। তাঁদের মতে, হঠাৎ অনেকটা ওজন কমিয়েছেন অভিনেত্রী, যার প্রভাব পড়েছে তাঁর স্বাস্থ্যে। দুর্বল হয়ে পড়েছেন তিনি। কয়েকজন অনুরাগী আবার বলেছেন, সামান্য ওজন বাড়লেই শেহনাজ়কে দেখতে বেশি মিষ্টি লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement