Riju Biswas Controversy

সাত মাস আগে সায়ন্তর বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ, এ বার কাঠগড়ায় ঋজু! পাশে দাঁড়ালেন অভিনেতা?

ঋজুর বিরুদ্ধে ‘উত্ত্যক্ত’ করার অভিযোগ তুলেছেন অনেকে। সমাজমাধ্যমে রীতিমতো খোরাকে পরিণত হয়েছেন অভিনেতা। ঋজুর এই পরিস্থিতিতে কী বললেন সায়ন্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:১৭
Share:

সায়ন্ত মোদক কী বললেন ঋজু বিশ্বাসের প্রসঙ্গে? ছবি: সংগৃহীত।

সাত মাস আগের ঘটনা। প্রেমিকাকে অত্যাচারের অভিযোগ উঠেছিল অভিনেতা তথা ইউটিউবার সায়ন্ত মোদকের বিরুদ্ধে। সমাজমাধ্যমে অভিনেতার কীর্তি ফাঁস করেছিলেন তাঁর তিন প্রাক্তন প্রেমিকা। সায়ন্তর ছবি নিয়ে তৈরি হয়েছিল নানা ধরনের ‘মিম’। এ বার বিতর্কে আর এক অভিনেতা ঋজু বিশ্বাস। প্রেমিকা নয়, তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বহু মেয়ে।

Advertisement

ঋজুর বিরুদ্ধে ‘উত্ত্যক্ত’ করার অভিযোগ তুলেছেন অনেকে। সমাজমাধ্যমে রীতিমতো খোরাকে পরিণত হয়েছেন অভিনেতা। এই আবহে সমাজমাধ্যম আবার দুই অংশে ভাগ হয়ে গিয়েছে। কেউ কেউ উদ্বেগপ্রকাশ করেছেন ঋজুর মানসিক স্থিতি নিয়ে। এই প্রসঙ্গে সায়ন্তর কী মত? সায়ন্ত বলেন, “কয়েক মাস আগে সমাজমাধ্যমে আমাকে নিয়েও অনেক লেখালেখি হয়েছে। এ রকমই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তবে ঋজু ঠিক করেছেন, সেটা আমি বলছি না। ভিউ বা রিচের কথা ভেবে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তা-ও ঠিক নয়। উনি কেন এই ধরনের মেসেজ পাঠিয়েছেন, তা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”

সাত মাসের আগের সেই ঘটনার কথা মনে পড়লে তাঁর এখন কী মনে হয় ? সায়ন্তর স্পষ্ট উত্তর, ব্যক্তিগত কারণে এই বিষয়ে তিনি এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারবেন না। কিছু দিন আপাতত পর্দা থেকে দূরে সায়ন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement