Sreelekha Mitra On Children's Day

ডেনমার্কের শিশুদের পশুপ্রেম শেখানো হয়, ভারতে ঠিক উল্টো! এতে শৈশব বাঁচবে? প্রশ্ন শ্রীলেখার

“বিদেশে আমাদের দেশের মান কিন্তু খুব উঁচুতে নেই। ভারতে শৈশব বিপন্ন”, এমনটাই মনে করেন শ্রীলেখা মিত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:২৩
Share:

শ্রীলেখা মিত্র ভারতীয় শিশুদের নিয়ে উদ্বিগ্ন। ফাইল চিত্র।

শুক্রবার ছিল শিশু দিবস। শনিবার আনন্দবাজার ডট কম-এর কাছেএকরাশ ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা মিত্র। “ভারত আর শিশুদের বাসযোগ্য নেই। এ দেশে শৈশব বিপন্ন”, এমনই উপলব্ধি তাঁর।

Advertisement

সেই উপলব্ধি তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি জানতে চেয়েছেন, “দয়ামায়াহীন হয়ে শিশুরা ভাল থাকবে তো? তা হলে কিসের শিশু দিবসের উদ্‌যাপন?”

উত্তর তিনি নিজেই দিয়েছেন। পরিচালক-অভিনেত্রী এ প্রসঙ্গে বিদেশের উদাহরণ টেনেছেন। তাঁর কথায়, “ডেনমার্কে শিশুমনের কোমল প্রবৃত্তি ধরে রাখতে পশুপ্রেম শেখানো হয়। আমাদের দেশে দেখুন! পশুদের থেকে মানব সমাজের দূরত্ব তৈরি করার কী প্রাণান্ত চেষ্টা! এতে শিশুরা শিখবে কী?” নিজের দেশে তাই আর থাকতে মন চায় না তাঁর।

Advertisement

অভিনেত্রী খ্যাতি, অর্থ, যশ, প্রতিপত্তির থেকেও ‘ভালমানুষ’ হওয়া বেশি জরুরি মনে করেন। তাঁর আফসোস, “এই প্রজন্ম সেই সমস্ত অনুভূতি থেকে বঞ্চিত হতে চলেছে। পথপশু, বিশেষ করে কুকুরদের নির্বাসনে পাঠিয়ে মানুষ আর পশুর মধ্যে অদৃশ্য শত্রুতা তৈরি করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাল নয়।”

শ্রীলেখা তাই আধুনিক মানুষকে নয়, পশুদের ‘সভ্য’ তকমা দিতে চান। তাঁর কথায়, “ওরা নিয়মের মধ্যে চলে। খাবার আর আশ্রয়ের অভাব না ঘটলে ওরা মনুষ্য সমাজে পা রাখে না।” তাঁর আফসোস, মানুষ সেটুকুও তাঁদের থেকে কেড়ে নিতে চাইছে! আগামী প্রজন্মের সামনে স্বার্থপরতার এই দৃষ্টান্ত খাড়া করলে আখেরে শিশুদের ক্ষতি, দাবি তাঁর। অভিনেত্রী তাই এ বছরের ‘শিশু দিবস’কে ‘হ্যাপি’ বলতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement