Sujoy Prasad Chatterjee

পর্দায় ‘প্রশান্ত কিশোর’ সুজয়প্রসাদ? আমার রাজনীতির দৌড় তো পর্দা পর্যন্তই, দাবি অভিনেতার

“পাওলির অভিনয় খুব কাছে থেকে দেখলাম। কতটা শিখলাম জানি না, দেখে মুগ্ধ হলাম”, বক্তব্য সুজয়ের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:১৭
Share:

‘জুলি’ সিরিজ়ে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

গাঢ় মেরুনরঙা শার্ট। তার উপরে গমরঙা মোদী কোট। চোখে চশমা। সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। বুকের কাছে হাতদুটো জড়ো করা। কী দেখছেন এত মনোযোগ দিয়ে? তাঁর এই চেহারা আপাতত টলিউডে চর্চার কারণ। এ-ও শোনা যাচ্ছে, অভিনেতা নাকি রাজনীতিতে আসছেন!

Advertisement

আনন্দবাজার ডট কম জানতে চাইলে অভিনেতার পাল্টা রসিকতা, “সুজয়প্রসাদের রাজনীতির দৌড় ওই পর্দা পর্যন্ত। মা পর্যন্ত ছিঃ ছিঃ করত। বলত, ‘তোর রাজনীতি খুব খারাপ’।” জানালেন, আড্ডা টাইমস ওয়েব প্ল্যাটফর্ম-এ সিরিজ় 'জুলি' আসছে। ওই সিরিজ়ে রাজনৈতিক চরিত্র করছেন তিনি। ‘জুলি’ ওরফে পাওলি দাম রাজনীতিতে আসবেন। তাঁকেই তিনি রাজনৈতিক প্রভাবী ‘অতীন’ হিসেবে রাজ্য- রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল করবেন। তাঁর সাজ তাই এ রকম। যা দেখে এত চর্চা।

ছোট চরিত্র। কিন্তু যত ক্ষণ পর্দায় থাকবেন দর্শক দেখবেন তাঁকে, দাবি অভিনেতার। লোকে বলছে, পর্দায় রাজনৈতিক প্রভাবী প্রশান্ত কিশোরের ভূমিকায় আপনি! ‘অতীন’ চরিত্রটি নাকি অনেকটা তাঁর আদলে গড়া! "তাই নাকি?", পাল্টা প্রশ্ন করলেন সুজয়-ও। তার পর বললেন, "আমি তেমন কিছু জানি না। চরিত্র ভাল লাগল। রাজি হয়ে গেলাম।" তার পরেই আফসোস তাঁর, রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করেও কিচ্ছু শিখতে পারলেন না তিনি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement