Ahmedabad Plane Crash

‘আসল ঘটনা শীঘ্র প্রকাশ্যে আসবে, ওদের কর্মীরা সেরা’, বিমান সংস্থার পক্ষ নিয়ে সরব কেন বীর দাস?

কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই বিমান। ঘটনার পর থেকে বিমান সংস্থার দিকে ধেয়ে আসছে কটাক্ষ। এই পরিস্থিতিতে বিমান সংস্থার হয়ে সরব হলেন অভিনেতা বীর দাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৩:৪৭
Share:

বিমান সংস্থার হয়ে সরব বীর দাস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অহমদাবাদের বিধ্বংসী বিমান দুর্ঘটনায় মর্মাহত গোটা দেশ। রানওয়ে ছেড়ে ওড়ার পরই অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমান এআই ১৭১। কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই বিমান। ঘটনার পর থেকে বিমান সংস্থার দিকে ধেয়ে আসছে কটাক্ষ। কী ভাবে কয়েক মিনিটের মধ্যে এমন ঘটতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে বিমান সংস্থার হয়ে সরব হলেন অভিনেতা বীর দাস।

Advertisement

সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে বীর দাস লেখেন, “১২ জুন দিনটা সত্যিই বহু পরিবারের জন্য খুবই বেদনার। ওঁদের প্রতি আমি গভীর ভাবে সমব্যথী। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।” বীর জানিয়েছেন, তিনি এই সংস্থার বিমানে একাধিক বার যাতায়াত করেছেন। বিমানের কর্মীদের ব্যবহারেও তিনি মুগ্ধ। তাঁর কথায়, “ওদের বিমানে কোনও সমস্যা নেই, তা বলছি না। তবে একটা কথা নিঃসন্দেহে বলতে পারি, ওদের বিমানের কর্মীরা সেরা। আসলে ঠিক কী ঘটেছিল, তা সময় বলবে। এই বড় ক্ষতির পরে ওই কর্মীরা কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কল্পনা করতে পারছি না।”

ঠিক কী কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে। আসল সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন বীর। বিমানের কর্মীদের উদ্দেশে তিনি লেখেন, “আমি আপনাদের পাশে আছি। খুব শীঘ্রই আবার আপানদের সঙ্গে কোনও বিমানে দেখা হবে।”

Advertisement

উল্লেখ্য, বিমান দুর্ঘটনার পরে বলিউডের বহু তারকা শোকপ্রকাশ করেছেন। ঘটনার জেরে নিজের একটি বড় অনুষ্ঠান বাতিল করেছেন সলমন খান। শাহরুখ খান, আমির খান, ভিকি কৌশল, অক্ষয় কুমার, করিনা কপূর খান, পরিণীতি চোপড়া, প্রিয়ঙ্কা চোপ়ড়াও দুঃখপ্রকাশ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement