Sunjay Kapur

মৃত্যু নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন আগেই? করিশ্মার প্রাক্তন স্বামীর চার দিন আগের বার্তায় শুরু জলঘোলা

গত সোমবার, অর্থাৎ মৃত্যুর ঠিক চার দিন আগে এই পোস্ট করেছিলেন সঞ্জয়। এই পোস্ট দেখেই নেটাগরিকেরা তাঁর মৃত্যুর সঙ্গে যোগ খুঁজতে শুরু করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১১:০৪
Share:

করিশ্মার স্বামী সঞ্জয়ের বার্তায় কিসের ইঙ্গিত ছিল? ছবি: সংগৃহীত।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের। শোকাচ্ছন্ন কপূর পরিবার। মৃত্যুর ঠিক পরেই সঞ্জয়ের সমাজমাধ্যম পোস্ট ঘিরে জলঘোলা শুরু হয়েছে। সেই পোস্টে কি মৃত্যুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন করিশ্মার স্বামী? না কি সবটাই কাকতালীয়? উঠছে সেই প্রশ্নও।

Advertisement

সঞ্জয় সেই পোস্টে লেখেন, “এই পৃথিবীতে আমাদের সময় সীমিত। কী হলে কী হতে পারত, এই সব ‘যদি’র বিষয় দার্শনিকদের ভাবতে দিন। তার পরিবর্তে নিজে ভাবতে শুরু করুন, যা হবার তা আপনি কেন করবেন না!”

গত সোমবার, অর্থাৎ মৃত্যুর ঠিক চার দিন আগে এই পোস্ট করেছিলেন সঞ্জয়। এই পোস্ট দেখেই নেটাগরিকেরা তাঁর মৃত্যুর সঙ্গে যোগ খুঁজতে শুরু করেছেন। পেশায় ব্যবসায়ী সঞ্জয় সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে মতামত ভাগ করে নিতেন। এমনকি, বৃহস্পতিবার অহমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও দুঃখপ্রকাশ করেছিলেন তিনি। আর তার ঠিক কিছু ক্ষণের মধ্যে তিনি নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

Advertisement

জানা গিয়েছে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঠিক আগে তিনি পোলো খেলছিলেন এবং ঘোড়ায় চড়ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সইফ আলি খানকে নিয়ে দিদি করিশ্মার বাড়ি ছোটেন করিনা কপূর খান। উপস্থিত হন দীর্ঘ দিনের দুই বান্ধবী মালাইকা এবং অমৃতা অরোরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement