Ahona-Dipankar

‘তোমার মধ্যেই মাকে খুঁজে পাব’, মায়ের নামেই মেয়ের নামকরণ করলেন অহনা ও স্বামী দীপঙ্কর

২৮ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী অহনা দত্ত। তাঁর স্বামী দীপঙ্কর রায় প্রথম দিনই জানিয়েছিলেন তাঁরা ঠিক কতটা উত্তেজিত। মেয়ের কী নাম দিলেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৫:৩০
Share:

মেয়ের কী নাম রাখলেন অহনা, দীপঙ্কর? ছবি: সংগৃহীত।

পরনে লালপেড়ে সাদা শাড়ি। গলায় হালকা সোনার গয়না। খোলা চুল। মেয়েকে আগলে বসে আছেন অভিনেত্রী অহনা দত্ত। আর মা-মেয়েকে আগলে রয়েছেন নতুন বাবা দীপঙ্কর রায়। তাঁর পরনেও লাল পাঞ্জাবি। এমনই এক পারিবারিক ছবি পোস্ট করেছেন পর্দার মিশকা। ২৮ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। তার পর থেকে দর্শকের মনে প্রশ্ন, মেয়ের কী নাম রাখবেন অহনা এবং দীপঙ্কর?

Advertisement

সন্তানজন্মের সুখবর শোনানোর পর আনন্দবাজার ডট কম-কে দীপঙ্কর বলেছিলেন, “এখনও ঠিক করিনি। আপাতত সোনা, মনা বলে ডাকব।” এত দিন আতুঁড়পর্বে ছিল মা এবং মেয়ে। ১৯ অগস্ট তাঁদের ষষ্ঠীপুজো। এই দিনেই মেয়ের নামকরণ করলেন অভিনেত্রী। তাঁরা একরত্তির নাম রেখেছেন মীরা। তার নামের অর্থ হল শান্তি, সমৃদ্ধি। বিয়ের কিছু দিনের মধ্যেই নিজের মাকে হারান দীপঙ্কর। তাই দীপঙ্করের মায়ের নামেই মেয়ের নাম রেখেছেন তাঁরা। ঠাকুমা মীরার নাম পেল ছোট্ট অহনা। বাড়িতে এল আরও এক মীরা রায়।

সে কথাই নিজের সমাজমাধ্যমের পাতায় লিখলেন নায়িকা। কারণ, তাঁদের বিশ্বাস ছোট্ট মীরার মধ্যেই নিজের মাকে খুঁজে পাবেন তাঁরা। মেয়ে হওয়ার খবর পেয়ে আনন্দবাজার ডট কম-কে দীপঙ্কর বলেছিলেন, “কতটা উত্তেজিত আমি বলে বোঝাতে পারব না। মা ও মেয়ে দু’জনেই এখন ভাল আছে। ভাল নামও ঠিক করে ফেলেছি। এ ছাড়া সোনা মনা বলে তো ডাকবই।”

Advertisement

২১ বছর বয়সে মা হয়েছেন অহনা। গত কয়েক দিনে মা হওয়ার আগের সফরের খুঁটিনাটি তুলে ধরেছিলেন অভিনেত্রী। কখনও রান্নাবান্না করছেন, কখনও আবার স্বামী দীপঙ্করকে নিয়ে ‘রিল’ বানাচ্ছিলেন। কোনও সন্ধ্যায় খাওয়াদাওয়া করতে যাচ্ছিলেন। আপাতত নিজেদের একরত্তিকে নিয়েই সময় কেটে যাচ্ছে তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement