অভিনেত্রী অহনা দত্ত কেন বিরক্ত? ছবি: সংগৃহীত।
খ্যাতির বিড়ম্বনা মনে হয় এটাকেই বলে। কয়েক দিন আগে বড় সমস্যার কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা চন্দন সেন। তাঁর নামে তিনটি ভুয়ো ‘অ্যাকাউন্ট’ এবং তার জেরে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাঁকে, জানিয়েছিলেন অভিনেতা। সেই তালিকায় জুড়ল অভিনেত্রী অহনা দত্তের নাম।
সমাজমাধ্যমে এমনিতে খুবই সক্রিয় অভিনেত্রী। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় থেকেই ছোট ছোট ভিডিয়ো তৈরি করেন তিনি। এখনও প্রায়ই কখনও মেয়ে মীরার ভিডিয়ো তো কখনও আবার নিজের বিভিন্ন অনুষ্ঠানের মুহূর্ত ভাগ করে নেন অহনা। কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব-এ তাঁর কোনও চ্যানেল নেই। এ দিকে ছোটপর্দার খলনায়িকার নানা ধরনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইউটিউবে। কী করে?
ফেসবুকে ভিডিয়োর মাধ্যমে এমন অভিযোগই জানালেন অহনা। তাঁর নামে ভুয়ো ইউটিউব চ্যানেল। শুধু তা-ই নয়, সেই সঙ্গে আবার অভিনেত্রীর তৈরি ভিডিয়োগুলোও ব্যবহার করা হয়েছে সেই চ্যানেলগুলিতে। যা দেখে আরও বিরক্ত অহনা। বলেন, “অনেক দিন ধরেই বলছিলেন আপনারা। কিন্তু পদক্ষেপ করিনি। আগামিদিনে করব। ওই চ্যানেলগুলি আমার নয়। শীঘ্রই নতুন ইউটিউব চ্যানেল আসবে আমার।” ভুয়ো প্রোফাইল নিয়ে এর আগেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাদের।
মীরা হওয়ার পর অহনাকেও যে এই ঘটনা পোহাতে হবে ভাবেননি। অভিনেত্রী আপাতত অভিনয় থেকে দূরে। অনুরাগীদের আশা, শীঘ্রই তাঁকে দেখা যাবে ক্যামেরার সামনে।