Rachana Banerjee

দুর্গাপুজোর উদ্বোধনের ফাঁকে নিজের লোভ সামলাতে পারলেন না রচনা, জনসমক্ষে ধরা পড়ল নায়িকার পুরনো অভ্যাস

অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। পুজোর আবহে ছড়িয়ে পড়ল তাঁর ভিডিয়ো। কী করছিলেন রচনা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১০:০৪
Share:

রচনার কোন পুরনো অভ্যাস ধরা পড়ল? ছবি: সংগৃহীত।

২০২৫ সালের দুর্গাপুজো খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক পুজোমণ্ডপ উদ্বোধনের অনুরোধ এসেছিল তাঁর কাছে। প্রত্যেকেকে দেওয়া কথাই রাখার চেষ্টা করেছেন তিনি। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার ফাঁকে কী করলেন রচনা?

Advertisement

বহুবছর পরে ফুচকা খেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

নিজেকে সবসময় নিয়মের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করেন তিনি। সেই অনুযায়ী খাওয়াদাওয়াও করেন তিনি। সবটাই পরিমিত। কিন্তু সারা ক্ষণ কি কারও নিয়মের মধ্যে থাকতে ভাল লাগে! কয়েক দিন আগে প্যান্ডেলে ঘুরতে গিয়ে তাঁরও ইচ্ছা হল অন্য রকম কিছু করতে। কী করলেন অভিনেত্রী?

ইন্ডাস্ট্রির অনেকেই জানেন অভিনেত্রী সচরাচর বাইরের খাবার খান না। একবার এক ভিডিয়োয় রচনা জানিয়েছিলেন, কত ধরনের রস খেয়ে দিন শুরু করেন তিনি। এ ছাড়া খাবারেও অনেক নিয়মকানুন আছে। সব ভেঙে বহু বছর পরে সে দিন ফুচকার লোভ সামলাতে পারলেন না সাংসদ। পুজোর উদ্বোধনের ফাঁকে একটি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লেন। একের পর এক মুখে পুরলেন টকজল দেওয়া ফুচকা। টক বেশি, আলু কম ফুচকা খেয়ে মুখে তাঁর তৃপ্তির হাসি। বললেন, “বহু বছর পরে ফুচকা খাচ্ছি। কাজের ফাঁকে মনে হল খেয়েই নিই কয়েকটা ফুচকা।” পুজো শেষে রচনা আপতত রয়েছেন আমেরিকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement