Alia Bhatt

পরিকল্পনা অটুট! ফ্যাশনের শহরে রওনা দিলেন আলিয়া ভট্ট, নতুন চমকের অপেক্ষায় অনুরাগীরা

প্রথমে শোনা গিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে এ বছর যোগ দেবেন না আলিয়া ভট্ট। নেপথ্যে নাকি ভারত-পাকিস্তান যুদ্ধ। সব আলোচনা নস্যাৎ করে ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৯:৫৯
Share:

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গেলেন আলিয়া। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন সকলের চোখ ছিল এই একটাই দিকে৷ কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কোন কোন ভারতীয় তারকাকে দেখা যাবে? তাঁদের সাজ পোশাক নিয়ে ছিল বাড়তি উৎসাহ। শর্মিল ঠাকুর থেকে ঐশ্বর্যা রাই বচ্চনকে ইতিমধ্যেই দেখে ফেলেছেন অনুরাগীরা। তবে অভিনেত্রী আলিয়া ভট্ট যাবেন কী যাবেন না, তা নিয়ে অনেক রকম আলোচনাই হয়েছে। শোনা গিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন আলিয়া৷ ভারত-পাকিস্তান যুদ্ধের এই টালমাটাল পরিস্থিতিতে দেশ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। কিন্তু সব আলোচনা নস্যাৎ করে ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন আলিয়া। ফ্যাশনের দেশে যাচ্ছেন। ঠিক সেই ভাবেই মুম্বই বিমানবন্দরে দেখা গেল নায়িকাকে৷

Advertisement

পরনে ব্লেজ়ার, ট্রাউজ়ার আর চোখে রোদচশমা। ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন অভিনেত্রী। সেই ছবি প্রকাশ্যে আসতেই আলিয়া ভক্তদের মুখে চওড়া হাসি। যত দিন যাচ্ছে নায়িকার স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ছে সকলের। তাই এ বছর কানের লাল গালিচায়ও যে নতুন কিছু চমক অপেক্ষায় আছে সেটাই আশা করছে নায়িকার অনুরাগীরা। আলিয়া যে চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাবেন সেটা আগেই জানা গিয়েছিল নায়িকার ঘনিষ্ঠ মহলের তরফে।

আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কান-এ যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন তিনি। তবে এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাঁকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেই দিকে নজর রাখছে। তবে এই মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।” উল্লেখ্য, ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আগামী দিনে দেখা যাবে আলিয়াকে। তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কপূর ও ভিকি কৌশলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement